Barak UpdatesAnalyticsBreaking News
আজ শিলচর বার লাইব্রেরিতে নির্বাচন, লড়াইয়ে ১৬ প্রার্থী
২৬ সেপ্টেম্বর : শিলচর জেলা বার সংস্থার বহুচর্চিত নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। সভাপতি পদে মুখোমুখি হচ্ছেন নীলাদ্রি রায় ও শান্তনু নায়েক। আশা করা যাচ্ছে, সন্ধ্যে নাগাদ ফলাফল জানা যাবে। এদিকে, আজ দুপুরে জেলা বার সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে এবং এর পরেই হবে নির্বাচন। একটি সূত্রে বলা হয়েছে, দুপুর দেড়টা নাগাদ নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে। ভোট গ্রহণের জন্য একজন রিটার্নিং অফিসারও নিয়োগ করা হবে।
জানা গেছে, নতুন কমিটি গঠনের জন্য বার লাইব্রেরির ৭৫৩ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন ২৪০ জন। মোট ৫টি পদে এ বার ১৬ জন প্রার্থী রয়েছেন। সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন। এরা হলেন, শুভাশিস চক্রবর্তী, সুস্মিতা সোম পুরকায়স্থ ও টিঙ্কু বৈদ্য। সচিব পদে চারজন প্রার্থী লড়ছেন। এরা হলেন আব্দুল হাই লস্কর, তুহিনা শর্মা, সত্যজিত দে ও রত্নাঙ্কুর ভট্টাচার্য। যুগ্ম সচিব পদে লড়াইয়ে রয়েছেন অমলাভ দাস, পঙ্কজকান্তি দে ও জিয়াউল হক লস্কর। সহকারী সচিব পদে প্রার্থী হয়েছেন ভিক্টর দাস, অভিজিত কর, গোলাব আহমেদ মজুমদার ও নাজির হুসেন চৌধুরী।