Barak UpdatesIndia & World UpdatesBreaking News
আজ শিলচরে বরাক-সিলেট জেলা পর্যায়ের অনুষ্ঠান, বৈঠক কাল
২১ জুলাই: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলাসমূহের এক বৈঠক সোমবার সকালে শিলচরে অনুষ্ঠিত হবে। চার বছর আগে শেষবার বৈঠকে বসেছিলেন কাছাড়, করিমগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের জেলাশাসক, পুলিশ সুপাররা। সে বার এই অঞ্চলের প্রতিনিধিরা গিয়েছিলেন বাংলাদেশের মৌলভীবাজারে । এবারের আলোচনা হবে শিলচরে জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে ।
রবিবার বাংলাদেশের অতিথিদের সম্মানে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করেছে কাছাড় জেলা প্রশাসন। সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে মূলত তাদের অভ্যর্থনা জানানো হবে। সঙ্গে সাংস্কৃতিক কর্মসূচি।
১৭ জনের আন্তর্জাতিক প্রতিনিধি দলটিতে রয়েছেন মৌলভীবাজারের জেলাশাসক নাজিয়া শিরিন, দুই অতিরিক্ত জেলাশাসক মল্লিকা দে ও মোহাম্মদ আব্দুল কালাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, সিলেটের জেলাশাসক কাজি ইমদাদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, বিজিবির জকিগঞ্জ ক্যাম্পের লেফটেনান্ট কর্নেল সৈয়দ হোসেন, নারকোটিকস কন্ট্রোলের অতিরিক্ত সঞ্চালক পরিতোষকুমার কুন্ডু এবং সিলেটের কাস্টম-একসাইজ যুগ্ম কমিশনার মিনহাজউদ্দিন পালোয়ান। দুুপুরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সুতারকান্দিতে ঢোকামাত্র তাঁদের স্বাগত জানান করিমগঞ্জের জেলাশাসক এম এস মণিভান্নান। সঙ্গে বিএসএফের পদস্থ কর্তারা।