Barak UpdatesAnalyticsBreaking News
আজ গোপাল আখড়ায় সপ্তাহব্যাপী উৎসবের শুরু
ওয়ে টু বরাক, ১২ নভেম্বর : শিলচর কনকপুর রোডের ঐতিহ্যবাহী গোপাল আখড়ায় আজ থেকে বার্ষিক উতসব শুরু হচ্ছে। বিকেলে স্থানীয় কাঠিয়াবাবার মন্দির প্রাঙ্গণ থেকে অধিবাসের ঘটে জল ভরার মাধ্যমে এই উতসবের সূচনা হবে। এরপর গোপাল জিউর আখড়ায় অধিবাস কীর্তন হবে। আগামিকাল অর্থাৎ রবিবার সকাল থেকে শুরু হয়ে যাবে ৪০ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। এই কীর্তন চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
আখড়ার পরিচালন কমিটির সম্পাদক অতনু ভট্টাচার্য জানান, এই সংকীর্তনে এ বার যোগ দেবেন শান্তিনিকেতনের কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্যের মেয়ে সুনন্দা ভট্টাচার্য। এছাড়া ধর্মনগর, আগরতলা ও শিলচরের বেশ কয়েকটি কীর্তন সম্প্রদায় এতে যোগ দেবে। তিনি আরও জানান, মন্দির পরিচালন কমিটি উতসব উপলক্ষে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করবে। তাছাড়া মন্দির কমিটির পক্ষে প্রবীণ কীর্তন শিল্পীদের সম্মান জানানো হবে।
অতনু বলেন, গত দু’বছর কোভিড মহামারির জন্য গোপাল জিউর মন্দিরের প্রতিষ্ঠা উতসব ঠিকভাবে আয়োজন করা সম্ভব হয়নি। এ বার তাই সব ধরনের চেষ্টা তাঁরা করে যাচ্ছেন। তিনি এও জানান, গোপাল আখড়াকে নতুন করে সাজিয়ে তুলতে মন্দির পরিচালন কমিটি নানা ধরনের প্রয়াস হাতে নিয়েছে। এর মধ্যে গোপাল সেবা, মন্দিরের কক্ষ, গেট সাজিয়ে তোলা ইত্যাদি একাধিক কার্যক্রম রয়েছে।