Barak UpdatesAnalyticsBreaking News
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৩ দিনের শনবিল উৎসব
ওয়ে টু বরাক, ২৯ জানুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিয়া-সোসাইটি ইন্টারফেসের একটি অংশ হিসেবে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত শনবিলের দেবদ্বার গ্রামে “শনবিল উৎসবের” আয়োজন করা হয়েছে। শনবিল পর্যটন বিকাশ এবং জলাভূমি সংরক্ষণের মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে নর্থ ইস্টার্ন কাউন্সিল, শিলং এই কর্মসূচির আংশিক অর্থায়ন করেছে।
এই কর্মসূচিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি একাডেমিক সেশন থাকবে, যেখানে ইতিহাস, সংস্কৃতি, শনবিলের মানুষের জীবন ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও শনবিলের পর্যটন বিকাশের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ গুলির ওপর একাডেমিক সেশন রাখা হবে। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী ও সাহিত্যের খ্যাতিমান ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে তাদের মাধ্যমে শনবিল দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় এবং শনবিল দেশের পর্যটন মানচিত্রে স্থান পায়।