NE UpdatesAnalyticsBreaking News
আগামী সপ্তাহেই কার্বি শান্তি চুক্তি : হিমন্ত
৩ জুন : আগামী সপ্তাহেই কার্বি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন। এ দিন নতুন দিল্লিতে এমক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সঙ্গে চূড়ান্ত পর্বের আলোচনা চলছে। ফলে শান্তি চুক্তি আগামী সপ্তাহের যে কোনও দিন স্বাক্ষরিত হতে পারে।
তিনি আরও জানান, তাঁর তিন দিনের দিল্লি সফরের সময় তিনি এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র সচিব ও গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, একদিকে আমরা নিজেদের উত্তর পূর্বের সাত বোন বলে মনে করি, আবার অন্যদিকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যেই লড়তে থাকি। এমন হওয়া মোটেই ঠিক নয়। সেভেন সিস্টারের সব বৈশিষ্ট্য উত্তরপূর্বের রাজ্যগুলোর মধ্যে থাকা উচিত।
আসাম ও নাগাল্যান্ডের সীমান্ত সমস্যা নিয়ে মন্তব্য করে হিমন্তবিশ্ব এ দিন বলেছেন, এ ব্যাপারে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও তাঁকে চিঠি লিখেছেন। এনিয়ে তাঁর মন্তব্য, নাগাল্যান্ডের কোনও অবস্থাতেই আসামের ভূ-খণ্ডে প্রবেশ করা ঠিক নয়, বিপরীতে আসামেরও। তাঁর কথায়, দুটি রাজ্যের ভৌগোলিক সত্ত্বা ও সীমাকে সম্মান জানানো উচিত। তিনি নাগাল্যান্ডের সঙ্গে এই সীমান্ত সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে বলে আশাবাদী।