NE UpdatesAnalyticsBreaking News

আগামী রবিবার ত্রিপুরায় সম্পূর্ণ লকডাউন
Complete lockdown in Tripura on 5 July

১ জুলাই ঃ আগামী রবিবার অর্থাৎ ৫ জুলাই ত্রিপুরায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পুরো দিনব্যাপী এই লকডাউনের কথা ঘোষণা করেছেন। তবে জরুরি পরিষেবাগুলো এই লকডাউনের মধ্যেও চলবে। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে রাজ্যবাসীর সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা ও পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানান। তিনি বলেন, মাস্ক না থাকলেও ঘরে তৈরি গামছা ইত্যাদি ব্যবহার করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

এ দিকে, ত্রিপুরার আইন মন্ত্রী রতন লাল নাথ জানান, জুলাই মাসে এভাবে এক দিনের জন্য আরও লকডাউন ঘোষণা করা হবে। গতকাল নতুন করে ৮ জনের দেহে সংক্রমণ পাওয়া যাওয়ায় ত্রিপুরায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯৫। এর মধ্যে ৩০০ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ত্রিপুরায় সুস্থ হয়ে ওঠার হার বেড়ে দাঁড়িয়েছে ৮০.২৫ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker