NE UpdatesAnalyticsBreaking News
আগামী নভেম্বরে আসামে পঞ্চায়েত নির্বাচন, সিদ্ধান্ত ক্যাবিনেটে
রাজ্যের ৫টি কেন্দ্রে উপ নির্বাচন শীঘ্রই : মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ৬ জুন : আগামী নভেম্বরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দিসপুরে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েত নির্বাচনের জন্য অসমের পঞ্চায়েতগুলোর সীমা নির্ধারণ করা হবে। কারণ বিধানসভা কেন্দ্র পুনর্নির্ধারণের পর পঞ্চায়েতগুলোর ভৌগোলিক সীমাও পরিবর্তিত হয়েছে।
তিনি বলেন, একটি পঞ্চায়েত যাতে দুটি বিধানসভা কেন্দ্রের মধ্যে না থাকে, তা নিশ্চিত করে পঞ্চায়েতগুলোর সীমা নির্ধারণ করা হবে। এরপর সেপ্টেম্বরে ভোটার তালিকা প্রকাশ করা হবে। অক্টোবর বা নভেম্বরে পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা জারি করা হবে। তবে এ সবকিছুই নির্বাচন কমিশনের তৎপরতার ওপর নির্ভর করবে।
হিমন্ত আরও জানান, লোকসভা নির্বাচনের পর এ বার রাজ্যের ৫টি কেন্দ্রে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রগুলো হচ্ছে ধলাই, সামাগুড়ি, বিহালি, বঙ্গাইগাও ও সিদলি। তিনি এও বলেন, আগের বিধানসভা কেন্দ্রগুলোর কোনও পরিবর্তন না করে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিলিমিটেশনের পর নতুন করে সীমা নির্ধারিত করা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে না। এটি আইনে লেখা রয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।