NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
আগামী অক্টোবরে রাজ্যে টেট পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী
১৭ আগস্ট : চলতি বছরের অক্টোবর মাসেই রাজ্যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এ কথা জানালেন শিক্ষামন্ত্রী রণোজ পেগু। তিনি বলেন, ২০২০ সালে যে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল, তা-ই হবে চলতি বছরের অক্টোবরে। তিনি আরও জানান, সি টেটের উত্তীর্ণ পরীক্ষার্থীরা রাজ্য টেটের জন্য আবেদন করতে পারবেন। সেইমতো বি এড বা ডিএলএড-এর চূড়ান্ত বর্ষের প্রার্থীরাও টেট পরীক্ষায় বসতে পারবেন।
অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের জন্য গ্রামাঞ্চলে ৭৫ শতাংশ সংরক্ষণ থাকবে। উচ্চ শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২৫ শতাংশ আসন বৃদ্ধি করা হবে। মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নামভর্তি করা হবে। এ দিকে স্কুল ও কলেজগুলোতে আসনের অভাব না হওয়ার জন্য পরিকাঠামো থাকা অপ্রাদেশিকৃত বিদ্যালয় ও বেসরকারি বিদ্যালয়গুলোতে যদি একাদশ শ্রেণির পাঠদান শুরু করার চিন্তাভাবনা করা হয়, তাহলে রাজ্য সরকার এক্ষেত্রে অনুমতি প্রদান করবে। সেই হিসেবে শর্তের ভিত্তিতে মাধ্যমিক বিদ্যালয়গুলোকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হবে। অবশ্য এক্ষেত্রে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রয়োজনীয় পরিকাঠামো থাকতে হবে। শিক্ষামন্ত্রী পেগু এ দিন আরও জানান, রাজ্য সরকার ১ লক্ষ সরকারি চাকরি দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে।