India & World UpdatesAnalyticsBreaking News

আইসিএসই ও আইএসসি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা

সিবিএসই-র দশম-দ্বাদশ শুরু ১৫ ফেব্রুয়ারি

নতুনদিল্লি, ২৬ নভেম্বর : আইসিএসই ও আইএসসি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ICSE অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি, শেষ হবে ২৭ মার্চ। অন্যদিকে ISC অর্থাৎ দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৫ এপ্রিল। দশম শ্রেণির পরীক্ষায় বসবেন আড়াই লক্ষেরও বেশি পড়ুয়া। অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসতে চলেছেন প্রায় ১ লক্ষ পড়ুয়া।

Rananuj

ICSE অর্থাৎ Class 10-এর পরীক্ষায় বসতে চলেছে প্রায় ২,৫৩,৩৮৪ পড়ুয়া। তাঁদের মধ্যে ১,৩৫,২৬৮ জন ছাত্র এবং ১,১৮,১১৬ জন ছাত্রী। ভারত সহ থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহীর মোট ২৮০৩টি স্কুলের পড়ুয়া এই পরীক্ষায় বসতে চলেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, ISC অর্থাৎ Class 12-এর পরীক্ষায় বসতে চলেছেন এক লক্ষেরও বেশি পড়ুয়া। শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে ৫২,৬৯২ জন ছাত্র এবং ৪৩,৩৭৫ জন ছাত্রী। ভারতের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহী এবং সিঙ্গাপুরের মোট ১৪৬১টি স্কুলের পড়ুয়া এই পরীক্ষায় বসবেন।

অন্যান্য বছরের মতোই মে মাসে রেজাল্ট ঘোষণা করবে CISCE অর্থাৎ Council for the Indian School Certificate Examinations। গত বছর CISCE ৮ ডিসেম্বর, ২০২৩ তারিখে ICSE এবং ISC পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছিল। দশম এবং দ্বাদশের ফলপ্রকাশ হয়েছিল ৬ মে, ২০২৪ তারিখে। দশম শ্রেণিতে উত্তীর্ণ হন ২,৪২,৩২৮ পড়ুয়া। আর দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হন ৯৮,০৮৮ জন।

সিবিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি। তবে দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে ৪ এপ্রিল। সব দিন পরীক্ষা শুরু হবে সকালে ১০টা ৩০ মিনিট থেকে। সিবিএসই- র তরফে জানানো হয়েছে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট বা ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে তার প্রশ্ন, নম্বর এবং সময়ের উপর এই সময়সীমা নির্ভর করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker