Barak UpdatesAnalyticsBreaking News
আইকিউএসি-র নতুন চেয়ারম্যানকে সংবর্ধনা রাধামাধব কলেজে

ওয়ে টু বরাক, ৩ এপ্রিল : সদ্য দায়িত্বপ্রাপ্ত ইন্টারন্যাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি)-র নতুন চেয়ারম্যান ড. অরুন্ধতী দত্ত চৌধুরীকে সংবর্ধনা জানায় আইকিউএসি রাধামাধব কলেজ। বৃহস্পতিবার কলেজ চত্বরে আয়োজিত এক সংবর্ধনা সভায় আইকিউএসি-র নতুন চেয়ারম্যান তথা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরীকে স্মারক সম্মাননা, পুষ্পস্তবক প্রদান সহ উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।
এ দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা আশা ব্যক্ত করে বলেন, ড. অরুন্ধতী দত্ত চৌধুরীর সুযোগ্য তথা বলিষ্ঠ নেতৃত্ব রাধামাধব কলেজকে উন্নতির শিখরে নিয়ে যাবে এবং কলেজের সার্বিক কল্যাণে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। এ দিকে ড. অরুন্ধতী দত্ত চৌধুরী তাঁকে সম্মানিত করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও কলেজের উন্নয়নে সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, এ দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ ড. দেবাশিস রায়, উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, আইকিউএসির কো-অর্ডিনেটর ও অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর যথাক্রমে ড. সোনালি চৌধুরী ও অরুণাভ ভট্টাচার্য, টিচার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক ড. কালীপদ দাশ, অধ্যাপক জীবন দাশ, ড. বিধান বর্মণ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অরূপ পাল প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ড. স্বর্ণালী রায় চৌধুরী।