India & World UpdatesAnalyticsBreaking News
আইআইআরএফ র্যাঙ্কিংয়ে শীর্ষে জেএনইউ, ১৯নম্বরে আসাম বিশ্ববিদ্যালয়
নতুনদিল্লি, ২৭ মে ঃ আইআইআরএফ অর্থাৎ ইন্ডিয়ান ইনিস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক-এর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় শীর্ষ স্থান দখল করেছে নতুন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে হিন্দু বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। তবে এই তালিকায় শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় ১৯ নম্বর স্থানে রয়েছে।
উত্তর পূর্বাঞ্চলের ৬টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় রয়েছে। তবে সবগুলোই আসাম বিশ্ববিদ্যালয়ের আগে জায়গা করে নিয়েছে। তালিকা অনুযায়ী ১৩ নম্বরে রয়েছে মিজোরাম বিশ্ববিদ্যালয়, ১৪ নম্বরে তেজপুর বিশ্ববিদ্যালয়, পঞ্চদশ স্থানে শিলঙের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, ষষ্ঠদশ স্থানে ইটানগরের রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়, ১৮ নম্বর স্থানে গ্যাংটকের সিকিম ইউনিভার্সিটি ও ১৯ নম্বর স্থানে আসাম বিশ্ববিদ্যালয়। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, অষ্টম স্থানে শান্তিনিকেতনের বিশ্বভারতী।