NE UpdatesAnalyticsBreaking News
আঁতাত হলো না, শেষমেশ ত্রিপুরায় একাই লড়ছে তিপ্রা মথা
আগরতলা, ২৮ জানুয়ারি : বিজেপির সঙ্গে আঁতাত হলো না তিপ্রা মথা দলের। তিপ্রা মথা বিধানসভা নির্বাচনে একাই লড়াই করবে। একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দলের সুপ্রিম প্রদ্যোত কিশোর দেববর্মন। কংগ্রেস-সিপিএম-এর মধ্যে আনুষ্ঠানিকভাবে আঁতাত গঠন হলেও বিজেপির সঙ্গে তিপ্রা মথা দলের আঁতাত শেষ পর্যন্ত হলো না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রদ্যোত কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন তিপ্রা মথা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের লিখিত প্রতিশ্রুতি দাবি করেছিল। বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে প্রধান এবং দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের দফায় দফায় আলোচনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিপ্রা মথা দলের শীর্ষস্থানীয় নেতাদের দিল্লিতে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক মহল ধারণা করেছিল, হয়তো বিষয়টি নিয়ে কোনও ধরনের মধ্যপন্থা অবলম্বন করে আঁতাত গঠন হবে। কিন্তু তিপ্রাল্যান্ড গঠনের লিখিত সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না দেওয়ায় আঁতাত ভেস্তে গেছে। তিপ্রা মথা দলের সুপ্রিমো স্পষ্টভাবে জানিয়েছেন, তারা এককভাবে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি জানান, তারা জয়ী হন বা না হন তাতে কিছু আসে যায় না। তারা তিপ্রাল্যান্ডের দাবিতে অনড় থাকবেন। জাতির সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করতে পারবেন না বলেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।
স্বাভাবিক কারণেই বিজেপি এককভাবেই নির্বাচনে নামছে। বিজেপি এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে না পারলেও বিরোধী জোটের বাম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছে। যদিও জোটসঙ্গী কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে এখনও কিছুটা মতভেদ রয়ে গেছে। সে কারণেই কংগ্রেস তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি। ২৫ জানুয়ারি কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে জানালেও কার্যত এআইসিসির সিলমোহর না পড়ায় এখনও পর্যন্ত কংগ্রেস তাদের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি।