SportsBreaking News
অসমের লভলিনার হাত ধরে দ্বিতীয় পদক ভারতের
ওয়েটুবরাক, ৩০ জুলাই : নয় বছর পরে ফের বক্সিংয়ে পদক এল দেশে। ২০১২ সালে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন উত্তরপূর্বের মেরি কম। আর আজ শুক্রবার অলিম্পিক্সে পদক নিশ্চিত করলেন অসমের লভলিনা বরগোঁহাই। ব্রোঞ্জ পাকা হওয়ার পর তাঁর নজর এখন সোনা-রুপোর লড়াইয়ে স্থান করে নেওয়া। টোকিও অলিম্পিক্সে এটি ভারতের দ্বিতীয় পদক৷ এ বার প্রথম পদক জেতেন উত্তর-পূর্বেরই মীরাবাই চানু৷
এটি অলিম্পিক্স বক্সিংয়ে ভারতের তৃতীয় পদক। লভলিনা ওয়েল্টারওয়েট বিভাগে দেশকে পদক এনে দিলেন। মেরি কমের পর দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে পদক দিলেন তিনি। বক্সিংয়ে ভারতে প্রথম পদকটি এসেছিল বিজেন্দ্র সিংহের হাত ধরে। ২০০৮ সালে। বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন বিজেন্দ্র। প্রথম তিনটি রাউন্ড জিতে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছিলেন বিজেন্দ্র। সেমিফাইনালে কিউবার এমিলিয়ো করেয়ার কাছে হেরে গিয়েছিলেন তিনি।
চার বছর পরে বক্সিং থেকে অলিম্পিক্সে দ্বিতীয় পদক জিতেছিল ভারত। সেটিও ব্রোঞ্জ। জিতেছিলেন মেরি কম। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ফ্লাইওয়েট বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন মেরি। প্রি-কোয়ার্টার এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচ জেতার পর সেমিফাইনালে উঠেছিলেন মেরি। শেষ চারে তিনি হেরে গিয়েছিলেন ।