Barak UpdatesBreaking News
অসংখ্য নেতা-কর্মীর উপস্থিতি ও পুলিশের কড়া নজরদারিতে বাজপেয়ীর অস্থি বিসর্জন, এলেন গৌতম রায়ওVajpayee’s ashes immersed at Barak in presence of host of BJP leaders
দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি আর অসংখ্য পুলিশের কড়া নজরদারিতে বরাক নদীর জলে মিশে গেল প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চিতাভস্ম। ঘড়িতে তখন বিকেল ৪টা বেজে ৫০ মিনিট। এর সামান্য আগে হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে আসেন কংগ্রেস নেতা, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। অটলবিহারী বাজপেয়ীর অস্থিকলসে প্রণাম জানিয়ে দ্রুত বেরিয়ে পড়েন। পুলিশ প্যারেড গ্রাউন্ডে গিয়ে জেলা কংগ্রেসের তরফে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র দীপন দেওয়ানজি। বাম নেতাদের কেউ অবশ্য ও-মুখো হননি। অসম গণ পরিষদের জেলা নেতৃত্বের প্রায় সবাই লাইনে ছিলেন। করিমগঞ্জ জেলার দুই বিজেপি বিধায়ক কৃপানাথ মালা এবং কৃষ্ণেন্দু রায়ও শিলচরেই শ্রদ্ধা জানান।
আজ বেলা ১২টা ৪০ মিনিটে গুয়াহাটি থেকে বিমানে অস্থিকলস নিয়ে শিলচরে আসেন দুই মন্ত্রী রঞ্জিত দত্ত ও সোম রংহাং। ছিলেন বিজেপি মুখপাত্র রাজদীপ রায়ও। বিমানবন্দরে অস্থিকলস গ্রহণ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, রাজ্যের বন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে প্রমুখ। বিমানবন্দর থেকেই শোভাযাত্রার শুরু। গাড়ির মিছিল, সঙ্গে বেশ কিছু বাইক। কুম্ভীরগ্রাম, শালগঙ্গা, পানগ্রাম, উধারবন্দ, গোঁসাইপুর, মধুরা পয়েন্ট, রংপুর—স্থানে স্থানে গাড়ি থামিয়ে অস্থিকলসে প্রণাম জানিয়ে বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বেলা আড়াইটায় গাড়ি এসে পৌঁছায় শিলচর শহরে। পরে সোজা পুলিশ প্যারেড গ্রাউন্ডে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সভাপতি বাবুল হোড়ের নেতৃত্বে শ্রদ্ধা জানান জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। আভা, নেলেক, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, অটোরিক্সা অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংস্থা-সংগঠন লাইন ধরে বাজপেয়ীর অস্থিকলসে প্রণাম জানান। বিকেল ৪টা ২০ মিনিটে ফের শোভাযাত্রার শুরু। সার্কিট হাউস রোড ধরে সদরঘাটে। বিশাল লঞ্চে অস্থি নিয়ে ওঠেন কবীন্দ্র পুরকায়স্থ, পরিমল শুক্লবৈদ্য, রাজদীপ রায় সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। ছিলেন ডিআইজি দেবরাজ উপাধ্যায়ও।
অস্থিকলস ঘিরে আজ সর্বত্র পুলিশের সংখ্যাধিক্য সকলের নজর কেড়েছে। প্যারেড গ্রাউন্ডের প্রবেশমুখে ছিল মেটাল ডিটেক্টরও।
মন্ত্রী রঞ্জিত দত্ত বলেন, বাজপেয়ী চাইতেন বরাক ও ব্রহ্মপুত্র দুই উপত্যকা সমানভাবে উন্নতি লাভ করুক। তাই তিনি অসমের বিভিন্ন প্রকল্পের মধ্যে শিলচর-সৌরাষ্ট্র মহাসড়ককেও অন্তর্ভুক্ত করেছিলেন। কবীন্দ্রবাবুর কথায়, বাজপেয়ী কোনও দল বা কোনও অঞ্চলের নেতা ছিলেন না। তিনি সারাক্ষণ দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেছেন। তিনি ছিলেন প্রকৃত অর্থেই জাতীয় নেতা।
In the presence of a galaxy of BJP leaders and supporters the ashes of former Prime Minister Atal Bihari Vajpayee was immersed in river Barak on Thursday at 4.50 PM. Heavy security arrangement was made by the administration. Just before the immersion, Congress leader & former minister Gautam Roy arrived. He offered his tribute at the urn containing Vajpayee’s ashes and went away at lightning speed.
On Thurday afternoon at 12.40, the urn containing the ash of the former Prime Minister Vajpayee was brought from Guwahati to Silchar by two ministers Ranjit Dutta and Som Ronghang. Also present was BJP spokesperson Dr. Rajdip Roy. The urn of ashes was received from the airport by Minister Parimal Suklabaidya, former union minister Kabindra Purkayastha, Nitya Bhusan Dey and others.
A special vehicle carrying the ashes passed through several places enroute to Police Parade Ground, Silchar. The funeral procession passed through Salganga, Pangram, Udharband, Gosaipur, Madhura Point & Rangpur Point. Huge crowds gathered at different places in the city to pay homage to Vajpayee and bid final farewell.
At the Police Parade Ground, Silchar crowds gathered to pay homage to Vajpayee and bid final farewell. Congress spokesperson Dipan Dewanji offered tribute on behalf of Cachar District Congress. However, left party leaders maintained safe distance and did not turn up. Leaders of local AGP were seen standing in long queue waiting for their turn to pay homage. BJP MLAs from Karimganj, Kripanath Mala and Krishnendu Roy were also present to pay their tribute. Representatives from various organization like Silchar DSA, Barak Upottaka Banga Sahitto Sammelan, Auto Rickshaw Association and others paid their homage over there.
At 4.20 PM, the special vehicle carrying the ashes started its journey from Police Parade Ground to Sadarghat Silchar. A big launch was arranged for the purpose of immersion of the ashes. BJP leaders Kabindra Purkayastha, Parimal Suklabaidya, Rajdip Roy and others along with DIG Debraj Upadhay boarded the launch and immersed the ashes of Vajpayee in river Barak.
However, the matter which drew the attention was the presence of huge police forces. Even metal detectors were kept in the entrance of Police Parade Ground.