NE UpdatesIndia & World Updates

অযোধ্যা মামলার রায় দিয়ে যেতে চান রঞ্জন গগৈ

১৯ সেপ্টেম্বরঃ ১৭ নভেম্বর রঞ্জন গগৈ প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন। তার আগে অযোধ্যার রামমন্দির-বাবরি মসজিদ জমি মামলার শুনানি শেষ করে ফেলতে চান তিনি। অবসর নেওয়ার আগে প্রধান বিচারপতি গগৈ অযোধ্যা মামলার রায় দিয়ে যেতে চান। তাই বুধবার জানিয়ে দিয়েছেন, যে করেই হোক, ১৮ অক্টোবরের মধ্যে শুনানি শেষ হতে হবে। প্রয়োজনে রোজ এক ঘণ্টা বেশি সময় ধরে শুনানি হবে। দরকারে ছুটির দিন শনিবারেও বসবে প্রধান বিচারপতির বেঞ্চ। অর্থাত ১৮ অক্টোবর শুনানি শেষ হলেও সাংবিধানিক বেঞ্চের হাতে রায় লেখার জন্য এক মাস সময় থাকবে।

Rananuj

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই ঘোষণার পরে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, ‘‘মন্দির তৈরির জন্য যে ট্রাস্টের কাছে জমি যাবে বা সুপ্রিম কোর্ট যে রায় দেবে, সেই অনুযায়ী কাজ হবে। কোনও বিষয়ে বিবাদ হলে তা আদালতে পৌঁছয়। আদালতের রায় সবাইকে স্বীকার করতে হয়।’’

বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেন, ‘‘গোটা দেশ অপেক্ষা করছে, রামমন্দিরের বিষয়ে ফয়সালা হোক। অযোধ্যায় এখন তাঁবুর মধ্যে রামের মন্দির রয়েছে। সেখানে দৃষ্টিনন্দন ভবন তৈরি করতে হবে। রামজি কত দিন আর তাঁবুতে থাকবেন?’’

তা শুনে এমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসির প্রশ্ন, বিজেপি নেতারা কী ভাবে জানলেন, রায় তাঁদের পক্ষেই যাবে? তাঁর মন্তব্য, ‘‘ফয়সালা তো সুপ্রিম কোর্ট করবে, বিজেপি নেতারা নন।’’ অমিত শাহর জবাব, ‘‘সুপ্রিম কোর্ট কারও ইচ্ছেয় চলে না। এই রায় আগেই চলে আসত যদি না কপিল সিব্বল ও কংগ্রেস আদালতে বলত, ভোটের আগে রায় হওয়া উচিত নয়। এখন ভোট মিটে গিয়েছে। শীর্ষ আদালতে শুনানি চলছে। এ বার রামমন্দিরের রায়ও চলে আসবে।’’ মঙ্গলবার প্রধান বিচারপতি সব পক্ষের কাছে জানতে চেয়েছিলেন, কার সওয়াল করতে কতদিন সময় লাগবে। সব পক্ষের বক্তব্য শুনে আজ প্রধান বিচারপতি বলেন, ‘‘সবাই মিলে ১৮ অক্টোবরের মধ্যে শুনানি শেষের চেষ্টা করা যাক। প্রয়োজন হলে আমরা শনিবারেও বসতে রাজি। দিনেও কয়েক ঘণ্টা বেশি সময় বসা যাবে।’’

মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই শুনানি শুরু হয়। ২৬ দিন শুনানি হয়ে গিয়েছে। এর মধ্যে মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড ফের মধ্যস্থতায় বসতে চেয়েছে। আজ প্রধান বিচারপতি জানান, মধ্যস্থতার প্রক্রিয়া সমান্তরাল ভাবে চলুক। কিন্তু তা গোপন থাকবে।

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker