NE UpdatesAnalyticsBreaking News
অম্বুবাচী মেলা হবে না, কামাখ্যা মন্দির বন্ধ ৩০ জুন পর্যন্ত
৪ জুন : করোনা সংক্রমণ বাড়তে থাকায় গুয়াহাটির ঐতিহ্যশালী কামাখ্যা মন্দির আগামী ৩০ জুন পর্যন্ত থাকবে। কামাখ্যা মন্দির পরিচালন কমিটি সূত্রে এ কথা জানানো হয়েছে। এর আগে কেন্দ্র সরকার জানিয়েছিল ৮ জুন থেকে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে খুলবে। কিন্তু এর মধ্যেই কামাখ্যা মন্দির কর্তৃপক্ষ মন্দির বন্ধের কথা ঘোষণা করেছে।
দেবালয় কর্তৃপক্ষের তরফে আরও বলা হয়েছে, এ বার মন্দির কর্তৃপক্ষ অম্বুবাচী মেলা আয়োজন করবে না। তিথি অনুযায়ী আগামী ২২ জুন থেকে অম্বুবাচী মেলা শুরু হওয়ার কথা। মন্দির পরিচালন সমিতি আরও বলেছে, অম্বুবাচীর সময় সাধারণ ভক্তদের মন্দির চত্বরে জমায়েতের অনুমতি থাকবে না। শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানই দেবালয়ে পালন করা হবে। প্রসঙ্গত, করোনা ভাইরাসের জন্য গত ২০ মার্চ ভক্তদের জন্য মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ৫ দিন পরই ২৫ মার্চ দেশজুড়ে লকডাউন শুরু হয়েছিল।