NE UpdatesBarak UpdatesCultureBreaking News
অভয়াচরণ পাঠশালায় বসে আঁকো ও সাধারণজ্ঞান প্রতিযোগিতা
ওয়ে টূ বরাক, ২৪ ডিসেম্বর : নতুন দিল্লির Learning methods এবং স্থানীয় চারুকলা প্রতিষ্ঠান শিল্পাঙ্গনের যৌথ উদ্যোগে গত ২১ ডিসেম্বর আয়োজিত হলো এক বসে আ্ঁকো এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। এতে বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
উল্লেখ্য, এর আগে এই দুই সংস্থা যৌথভাবে মালুগ্রাম গার্লস হাইস্কুল, দুধপাতিলের ৬৭৬ নং বাজারটিলা এলপি স্কুল এব্ং শিলচরের ১৫ নং জয়কুমার বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করে। ছাত্রছাত্রীদের এই প্রতিযোগিতা গুলোতে ব্যাপক সাড়া পাওয়া যায়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শংসাপত্র ও পুরস্কার দেওয়া হবে আয়োজকদের তরফ থেকে। এই দিনের প্রতিযোগিতা সাফল্যমন্ডিত করতে সহযোগিতা করেন অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালার প্রধান শিক্ষক অমিত নাগ এবং সমাজসেবী নবারুণ দে চৌধুরী।