Barak UpdatesBreaking News

অতিরিক্ত যাত্রী বোঝাই, দুর্ঘটনা করিমগঞ্জগামী বাসে
Overloaded bus met with accident on way to Karimganj

গাড়ির স্টিয়ারিং বিকল হয়ে যাওয়ায় দুর্ঘটনার মুখে পড়ল একটি যাত্রীবাহী বাস। কালীগঞ্জ-চরগোলা পূর্ত সড়কে সোমবার সকালে এই দুর্ঘটনায় বাসের প্রায় সব যাত্রীই কম বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়টি শিশুও রয়েছে। প্রায় ৬০ জন যাত্রী নিয়ে গাড়িটি বিনোদিনী বাজার থেকে যাচ্ছিল করিমগঞ্জের দিকে। যাত্রীবোঝাই বাসটি ডেওয়াকুড়ি গ্রামের কাছে আসার পরই দুর্ঘটনার কবলে পড়ে।

Rananuj

এদিকে দুর্ঘটনার পরই স্থানীয় জনগণ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতলে পাঠিয়ে দেন। আহতদের মধ্যে কয়েকজনকে কালীগঞ্জ হাসপাতালে এবং গুরুতর জখম যাত্রীদের পাঠানো হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করে। তবে গাড়িচালক পুলিশ আসার আগেই পালিয়ে যেতে সক্ষম হয়। গাড়ির যাত্রী এবং স্থানীয় জনগণ অবশ্য এই দুর্ঘটনার জন্য অতিরিক্ত যাত্রী বোঝাই করাকেই দায়ী করেছেন। তাদের কথায়, এই যাত্রীবাহী গাড়িগুলো অতিরিক্ত রোজগারের নেশায় মেতে উঠে বলেই এ ধরনের দুর্ঘটনা ক’দিন পর পরই ঘটতে থাকে।

A bus on its way to Karimganj met with an accident in the Kaliganj-Chargola PWD road on Monday morning. As per prima facie the accident took place due to major fault in the steering. Almost all the passengers of the bus were injured. The bus was on its way to Karimganj from Binodini Bazar with 60 passengers. the bust met with the accident near Deowakuri village. Out of the injured, 6 were children.

Local people rushed to the spot and called in ambulance. Those injured seriously were sent to Karimganj Civil hospital whereas others were taken to Kaliganj hospital. After being informed, police forces reached the spot and took the bus in its custody. however, the bus driver managed to escape from the spot before the arrival of police. However, the passengers and the local people have alleged that as the bus was overloaded so the accident took place. They said that the bus drivers and conductors in order to earn extra money take in passenger inside the bus more than its capacity. As a result, accident happens off and on.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker