NE UpdatesAnalyticsBreaking News
অঙ্কিতা-দীপাংকরা বিজেপিতে যোগ দিচ্ছেন !
গুয়াহাটি, ২৬ জানুয়ারি ঃ প্রাক্তন যুব কংগ্রেস সভানেত্রী অঙ্কিতা দত্ত দল ছেড়ে এ বার ভিড়তে পারেন গেরুয়া শিবিরে। এ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। গুয়াহাটির এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী অঙ্কিতার আগামী ২৮ জানুয়ারি বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু অঙ্কিতাই নন, এ দিন আরও তিনজন নামিদামি নেতাও বিজেপিতে যোগ দেবেন। জল্পনা অনুযায়ী, খুমটাই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেসি বিধায়ক বিস্মিতা গগৈ, ছাত্রসংস্থা আসুর প্রাক্তন সভাপতি দীপাংক নাথ ও আসুর প্রাক্তন সহ-সভাপতি প্রকাশ দাসের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রায় পাকা।
উল্লেখ্য, সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পরই অঙ্কিতা দত্তকে গত বছরের এপ্রিলে ৬ বছরের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু দল থেকে বহিষ্কারের পরও অঙ্কিতা নিশ্চিত ছিলেন যে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পুরো বিষয়টি বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই তা বুঝবেন। কিন্তু রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময় অঙ্কিতা তাঁর সঙ্গে সাক্ষাতের কোনও সুযোগই পাননি। সম্ভবত এর পরই তিনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ দিকে, প্রাক্তন কংগ্রেস নেতা অপূর্ব ভট্টাচার্য আগামী ২৯ জানুয়ারি অগপ দলে ভিড়বেন বলেও ইতিমধ্যে খবর চাউর হয়েছে।