Barak UpdatesAnalyticsBreaking News
৭-৯ ফেব্রুয়ারি তিনদিন বন্ধ ন্যায্যমূল্যের দোকান, আন্দোলনে ব্যবসায়ীরা
ওয়ে টু বরাক, ২৯ জানুয়ারি : ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টানা তিনদিন বন্ধ থাকছে শিলচরের ন্যায্যমূল্যের দোকান। আগামী ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে শিলচরেও বন্ধ থাকছে ন্যায্যমূল্যের দোকান। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ওই তিনদিন দোকান বন্ধ রেখে নীরব প্রতিবাদ জানাচ্ছেন ফেয়ার প্রাইস শপ মালিক সংস্থার সদস্যরা। মূলত এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সারা ভারত সুলভ মূল্যের ব্যবসায়ী ফেডারেশন। এর পাশাপাশি অসম সুলভ মূল্যের ব্যবসায়ী সংস্থাও এই প্রতিবাদে শামিল হয়েছে।
শিলচরে সংস্থার পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়েছে, বেশ কয়েক বছর থেকে ব্যবসায়ীরা কেন্দ্র সরকারের নীতি নির্দেশিকা মেনে সমাজের প্রতি দায়িত্ব পালন করে যাচ্ছে। তাঁরা দাবি জানান, দীর্ঘদিন ধরে ৫০ হাজার টাকা মাসিক বেতনের কথা বলে আসছেন। এমনকি নিয়মিত কমিশন প্রদান ও রেশন শপে সামগ্রী বাড়ানোর দাবিও জানিয়েছেন। কিন্তু এ পর্যন্ত কেন্দ্র সরকার তাদের দাবির প্রতি কোনও গুরুত্ব দেয়নি। কর্মকর্তারা জানিয়ে দেন, এই আন্দোলনে সরকারের টনক না নড়লে জাতীয় ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ মার্চ সারা দেশের সুলভ মূল্যের ব্যবসায়ীরা সংসদ ভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন।