India & World UpdatesAnalyticsBreaking News
৬ দেশ থেকে ভারতে এলে আরটিপিসিআর বাধ্যতামূলক, জানাল কেন্দ্র
২৯ ডিসেম্বর : করোনা নিয়ে আতঙ্কের মধ্যেই ফের একবার বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের আরটি পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১ জানুয়ারি অর্থাৎ ২০২৩ সালের প্রথমদিন থেকেই এই টেস্ট বাধ্যতামূলক বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া।
ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে টুইট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ভ্রমণের আগে সেই রিপোর্ট Air Suvidha portal-এ আপলোড করতে হবে। করোনা রুখতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। যার মধ্যে এটি আরও বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকদের মতে, চিন সহ এই ছয় দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে কিছুটা হলেও সতর্ক ভারত। ইতিমধ্যে চিনে ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা। ফলে এই ছয় দেশ থেকে আসা যাত্রীদের এক জানুয়ারি থেকে আরটি-পিসিআরের রিপোর্ট নেগেটিভ থাকতে হবে। আর তা পেশ করতে হবে। আগামী ৪০ টা দিন খুবই গুরুত্বপূর্ণ। এমনটাই বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অন্তত অতীতের সমস্ত তথ্য বিশ্লেষণ করে এমনটাই আশঙ্কার কথা বলছেন তাঁরা। আর এরপরেই এমন সিদ্ধান্তের কথা মন্ত্রকের তরফে জানানো হল।