২ ডিসেম্বর ঃ আগামী ৩১ ডিসেম্বর বছরের শেষ দিনে কাউকে বাইক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাতে দেবেন না মুখ্যমন্ত্রী। এ সম্পর্কে নিজের প্রতিজ্ঞার কথা জানালেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, বছরের শেষদিনটিতে সারা রাজ্যে প্রশাসন ও পুলিশ কর্মী রাস্তায় বেরিয়ে দেখবে, কে দ্রুতগতিতে বাইক চালাচ্ছে। এমন কেউ পেলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তিনি সাবধানবাণী শুনিয়ে বলেন, কেউ ৬০ কিলোমিটারের বেশি গতি নিয়ে চলতে পারবেন না।
বাইকে উঠলেই চালক ও আরোহী দুজনকে হেলমেট পরতে হবে। আর তা ইতিমধ্যেই বাধ্যতামূলক হয়ে পড়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রী বলেন, মানুষের জীবন বাঁচানোর বেলায় আর কোনও অজুহাত থাকতে পারে না। আর এমন তো কোনও নিয়ম নেই যে, দুর্ঘটনা হলে বাইকের পেছনে যে বসবেন, তিনি হেলমেট পরা না থাকলেও কিছু হবে না। তিনি বলেন, এ ব্যাপারে তাঁর ব্যক্তিগত বা পুলিশের কোনও স্বার্থ নেই। দ্রুতগতিতে বাইক চালিয়ে কম বয়সী যুবকেরা দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। অনেক মা-বাবার একমাত্র ছেলেও দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারায়। ছেলে প্রাণ হারালে পরিবারের ওপর কী পরিস্থিতি নেমে আসে, তা মা-বাবাই বলতে পারবেন।