Barak UpdatesAnalyticsBreaking News
৩০ এপ্রিলের মধ্যে বাঁধের কাজ শেষ হবে : জেলাশাসক
ওয়ে টু বরাক, ১৪ মার্চ : আগামী ৩০ এপ্রিলের মধ্যে তারাপুর থেকে সোনাইমুখ ও বেতুকান্দি বাঁধ সংস্কারের কাজ সম্পন্ন হবে বলে জানালেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝাঁ। সোমবার জেলাশাসক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক রোহন কুমার ঝাঁ জানান, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের অধীনে তারাপুর থেকে সোনাইমুখ ও বেতুকান্দি এলাকার নদী বাঁধ সংস্কারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করা হয়েছে। ছয়টি জায়গা দিয়ে শহরে জল প্রবেশ করেছিল বিগত বছরের বন্যায়।
তিনি বলেন, বন্যার এই ভয়াবহতাকে মাথায় রেখে রাজ্যের মূখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার তৎপরতায় ইতিমধ্যে ৫৬ কোটি টাকা ব্যয়ে বাঁধের সংস্কার কাজ শুরু হয়েছে। বিগত ২৭ ফেব্রুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত বাঁধ সহ স্লূইস গেটগুলোর যে কাজ হয়েছে তাতে খুশি প্রকাশ করেছেন জেলাশাসক। তিনি জানান তারাপুর থেকে সোনাইমুখ ও বেতুকান্দি এলাকার নদী বাঁধ সংস্কারের জন্য চারজন ঠিকাদারকে চারটি প্যাকেজে কাজ বিতরন করা হয়েছে। শুধু তাই নয় গণিরগ্রাম থেকে কাটিগড়া পর্যন্ত ১০ কিলোমিটার বাঁধের কাজ করার জন্য তিনজন ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তারাপুর থেকে সোনাইমুখ বেতুকান্দি বাঁধ সংস্কারের কাজ ইতিমধ্যে শতকরা ১৮ ভাগ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে গণিরগ্রাম থেকে কাটিগড়া পর্যন্ত ১০ কিলোমিটার বাঁধের কাজ শতকরা ৪৫ ভাগ সম্পন্ন হয়েছে বলেও এদিন জানিয়েছেন জেলা শাসক। আগামী ৩০ এপ্রিলের মধ্যে বাঁধের সংস্কার কাজ সম্পূর্ণ রূপে সম্পন্ন করা হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা শাসক রোহন কুমার ঝাঁ।