Barak UpdatesBreaking News

২ কোটি ৪০ লক্ষের সোনা উদ্ধার, ধৃত ২
Gold worth Rs.2 crore 40 lakh seized, 2 arrested

১৯ অক্টোবর : আসাম রাইফেলস এক অভিযানে ২ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে। উদ্ধার করা সোনার মধ্যে ৪৭টি বার রয়েছে। ওজন আনুমানিক ৭ কেজি ৪৮২ গ্রাম। আসাম রাইফেলস-এর ইন্সপেক্টর জেনারেলের নেতৃত্বে ২৩ সেক্টর আইজল ব্যাটেলিয়ন আইজলের সিহফিরে বৃহস্পতিবার রাতে অভিযানে নেমে এই সাফল্য পায়। তাদের সহায়তা করে আইজলের রেভিনিউ ইন্টেলিজেন্স বিভাগ।

Rananuj

সোনার বারগুলো একটি স্যুটকেস ট্রলির হ্যান্ডেলে লুকিয়ে রাখা ছিল। এই স্যুটকেস নিয়ে দু’জন একটি টাটা সুমোতে সফর করছিল। একটি মোটর ভেহিকল চেক পোস্টে তল্লাশির সময় এগুলো গোয়েন্দা পুলিশের নজরে আসে। সঙ্গে সঙ্গেই তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর ধৃতরা স্বীকার করেছে যে, এই সোনাগুলো তারা মায়ানমারের টিড্ডিম থেকে আইজলে নিয়ে এসেছে। সোনাগুলো গুয়াহাটিতে নিয়ে যাওয়ার কথা ছিল।

এ দিকে, আসাম রাইফেলস জওয়ানরা সোনা সহ ধৃত দু’জনকে আইজলের রেভিনিউ ইন্টেলিজেন্স বিভাগের হাতে তুলে দিয়েছে। প্রসঙ্গত, গত কিছুদিন থেকে সোনা, অবৈধ অস্ত্রশস্ত্র, নেশাজাতীয় সামগ্রীর বিরুদ্ধে অভিযানে নেমে বিশেষ সাফল্য পেয়েছে আসাম রাইফেলস।

Gold worth rupees 2 crore 40 lakhs was seized by Assam Riffles, out of which there were 47 gold bars. The total weight of the seized gold is 7 kg 482 grams. The operation was led by 23 Sector Aizawl Battalion under the leadership of the Inspector General of Assam Riffles on Thursday night at Sihfir area of Aizawl. Assam riffles was helped in this operation by the Revenue Intelligence Wing of Aizawl.

The gold bars were hidden inside the handle of a suitcase trolley. Two persons were traveling in a Tata Sumo with that suitcase. They were apprehended at a Motor Vehicle Check Post by the detective wing of the police. Both of them were arrested at once. On interrogation, they have revealed that they have brought the gold bars from a place called Tiddim in Myanmar to Aizawl. They were to deliver the gold at Guwahati.

Meanwhile, the two arrested were handed over by Assam Riffles to the Revenue Intelligence Wing in Aizawl. It is noteworthy that since the past few days, Assam riffles has achieved great success in their operation against smugglers and drug peddlers.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker