India & World Updates
কেন্দ্রের ঘোষণার আগেই ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ল মহারাষ্ট্রে
১৭ মে : কেন্দ্র সরকারের লকডাউন ৪.০ ঘোষণা করার আগেই লকডাউন বাড়ানো হল মহারাষ্ট্রে। ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিয়েছে উদ্ধব ঠাকরে সরকার। দেশের মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্তের হদিশ মিলেছে মহারাষ্ট্রে। বাণিজ্য নগরীতে মুম্বইতে ভয়াবহ ছবি দেখা যাচ্ছে। শুধুমাত্র ধারাভি বস্তিতেই আক্রান্ত প্রায় হাজার খানেক। এজন্যই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে লকডাউন বাড়ানো ছাড়াও আর কোনও উপায় নেই সরকারের কাছে। এ দিকে দেশজুড়ে তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে ১৭ মে, রবিবার। সোমবার থেকে চতুর্থ দফার লকডাউন শুরু হওয়ার কথা।
দেশের মোট আক্রান্তের এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। শনিবার পর্যন্ত সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০,০০০। একদিনে আক্রান্ত হয়েছে ১৬০৬ জন। শুধুমাত্র মুম্বইতেই আ্ক্রান্তের সংখ্যা বেড়ে ১৮,৫৫৫। মে মাসের শেষে মহারাষ্ট্রে অন্তত ৫০,০০০ ভাইরাসের আক্রান্তের খোঁজ পাওয়া যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। মুম্বইয়ের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজেরও দাবি জানিয়েছে মহারাষ্ট্র।
অন্যদিকে, দেশে বর্তমানে সর্বোচ্চ হারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত ৪৯৮৭ জন মানুষ। যা এখন পর্যন্ত একদিনে সর্বাধিক সংখ্যায় করোনা সংক্রমণ। দেশজুড়ে মোট আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ২৭ জন।মোট আক্রান্তের মধ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৭২-এ। সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ১০৯ জন এবং দেশে বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৫৩ হাজার ৯৪৬টি। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এ খবর সামনে এসেছে। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২০ জনের।