NE UpdatesAnalyticsBreaking News

২৫ আগস্ট বাংলা সাহিত্য সভার রাজ্য কার্যালয় উদ্বোধন ও প্রতিবাদী সভা

গুয়াহাটি, ২২ আগস্ট : আগামী রবিবার বরাক-ব্রহ্মপুত্রের সাহিত্য-সংস্কৃতি সংগঠন “বাংলা সাহিত্য সভা”র রাজ্য কার্যালয়ের শুভ উদ্বোধন হবে। কার্যালয়টি হবে রিহাবাড়ির হরমোহন দাস রোডে ৪নং বাড়ির দ্বিতলে। এ দিন বিকেল ৫টায় উদ্বোধনের পর বাংলাদেশ ও কলকাতার সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে একটি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হবে।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে পদ্মশ্রী অজয় দত্ত, প্রফেসর উষারঞ্জন ভট্টাচার্য, (অকাদেমি জয়ী বিশিষ্ট গবেষক-পণ্ডিত), বিজয়কৃষ্ণ নাথ (কর্ণধার, যুগশঙ্খ গোষ্ঠী), দেবব্রত রায়চৌধুরী(বিশিষ্ট চিন্তাবিদ), প্রফেসর অমলেন্দু চক্রবর্তী, (প্রাক্তন উপাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়), ড. ধ্রুবজ্যোতি বরা (অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি, উপাচার্য, শংকরদেব চিকিৎসা বিশ্ববিদ্যালয়), প্রফেসর রমেশচন্দ্র ডেকা (উপাচার্য, কটন বিশ্ববিদ্যালয়) সহ আরও বিশিষ্টজনদের।

“বাংলা সাহিত্য সভা”-র সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী বলেন, অনেক বাধা-বিপত্তি, ঘাত-প্রতিঘাত ও সংকটের মধ্য দিয়ে আজ বাংলা সাহিত্য সভা অসমের সবচেয়ে উজ্জ্বল সাহিত্য-সংস্কৃতিমূলক জাতিসত্তার মঞ্চ রূপে উঠে দাঁড়িয়েছে। ন্যস্তস্বার্থের প্রবল বিরোধিতা, চরম ষড়যন্ত্র ও নোংরা দুর্নাম-রটনার জুৎসই জবাব আমরা দিয়েছি কাজের মধ্য দিয়ে। আত্মঘাতী বাঙালি অনুভব করুক, অনেক তো হল, এবারে সংঘবদ্ধতার প্রয়োজন। আমরা আমাদের সত্তা তথা মাতৃভাষা-সংস্কৃতির সঙ্গে প্রতিবেশী সমস্ত ভাষা-সংস্কৃতির মধ্যে নিবিড় সমন্বয় চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker