Barak UpdatesHappeningsBreaking News
লায়লাপুরে উত্তেজনা অব্যাহত, ঘুরে এলেন পরিমল-সুস্মিতা, ডিআইজি-ডিসিও
১৮ অক্টোবরঃ কাছাড় জেলার আসাম-মিজোরাম সীমান্তে রবিবারও উত্তেজনা বিরাজ করছে। অর্থনৈতিক অবরোধ অব্যাহত থাকার প্রেক্ষিতে লায়লাপুর অঞ্চলে দাঁড়িয়ে থাকা লরির সংখ্যা ক্রমেই বাড়়ছে। শনিবার রাতে সীমান্তঘেষা বাড়িঘর, দোকানপাটে আগুন দেওয়ার প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ রয়েছে। এর মধ্যে ফাঁকে ফাঁকেই উড়ে আসে ইট-পাথরের টুকরো। তাতে বেশ কয়েকজন জখম হয়েছেন।
সীমান্ত অঞ্চলে বসবাসকারী এবং আন্দোলনরতদের সঙ্গে কথা বলতে রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন মহিলা কংগ্রেস সভাপতি সু্স্মিতা দেব এবং প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ। সুস্মিতাদেবী ওই এলাকার মানুষের দুর্দশার জন্য বিজেপি সরকারকে দোষারোপ করেন। স্থানীয় বিধায়ক হয়েও সেখানে না যাওয়ার জন্য বন-পরিবেশ, আবগারি ও মৎস্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর সমালোচনা করেন। জেলাশাসক কীর্তি জল্লির এখন ওখানেই থাকা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি৷
এর কিছুক্ষণেই অবশ্য পৃথকভাবে উপস্থিত পরিমল শুক্লবৈদ্য ও কীর্তি জল্লি। গিয়েছিলেন দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি দিলীপকুমার দে-ও। পরিমলবাবু সুস্মিতাদেবীর সমালোচনার কথা শুনেও কোনও মন্তব্য করেননি। তিনি সীমাবিবাদের জন্য পাচারকারীদের দোষারোপ করেন। বলেন, সেগুনকাঠ, বন্যপ্রাণী, সুপারি সবকিছুই মিজোরাম থেকে শুল্ক ফাঁকি দিয়ে এই অঞ্চলে ঢুকে পড়ছে। ওই পাচারকারীদের সিন্ডিকেটই নানা অঙ্কে এইসব বিবাদ, হিংসা-দ্বেষ তৈরি করে, জিইয়েও রাখে। রাজ্য সরকার দ্রুত দুই রাজ্যের বিবাদের সমাধান চাইছে বলে পরিমলবাবু জানান।