Barak UpdatesBreaking News

ডায়েট অধ্যক্ষের গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রতিবেশী যুবকের, উত্তেজনা রামকৃষ্ণনগরে
Youth died being hit by car of Principal DIET, tension in RamkrishnaNagar

২৪ অক্টোবর : ডায়েট অধ্যক্ষের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন তাঁরই প্রতিবেশী এক যুবক। লক্ষ্মীপুজোর দুপুরে এই অনাকাঙ্খিত ঘটনায় উত্তেজনা দেখা দেয় পুরো এলাকায়। ক্ষুব্ধ জনতা এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন। দুর্ঘটনায় গুরুতর জখম প্রদ্যুৎ নাথকে প্রথমে রামকৃষ্ণনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় শিলচর মেডিক্যাল কলেজে। কিন্তু মেডিক্যালে যাওয়ার পথেই তিনি প্রাণ হারান বলে জানা গেছে। কালিগঞ্জ ডায়েটের অধ্যক্ষ প্রভাত নাথের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনা ঘটানোর অভিযোগও উঠেছে। দুপুরে পরিস্থিতি মোকাবিলায় সিআরপিএফ পর্যন্ত নামানো হয়।

বুধবার দুপুর দুটো নাগাদ রামকৃষ্ণনগরের ব্লক রোডে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার আগে প্রদ্যুৎ (৪৫) তাঁর বাড়ির সামনেই একটি ছোট আমগাছ থেকে আম্রপল্লব সংগ্রহ করছিলেন। তখনই ডায়েট অধ্যক্ষ তাঁর ওয়াগনার গাড়ি নিয়ে সড়ক ছেড়ে দ্রুতগতিতে এসে ধাক্কা মারেন প্রদ্যুৎকে। ধাক্কা দেওয়ার পরই প্রভাতবাবু গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ। কিন্তু পালাতে গিয়েও শেষ রক্ষা হয়নি তাঁর। নিলামবাজারের বিনোদিনিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে গিয়ে পড়েন রাস্তার পাশের নালায়। নিলামবাজার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়ি সহ প্রভাতবাবুকে উদ্ধার করে। তাঁকে বর্তমানে নিলামবাজার থানায় অাটকে রাখা হয়েছে।

এদিকে, রামকৃষ্ণনগরের পরিচিত যুবক তথা ক্রিকেটার প্রদ্যুৎ নাথের মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত জনতা স্থানীয় ভাইকিং ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন। তারা অভিযোগ করেন, প্রদ্যুতের সঙ্গে প্রভাতবাবুর পুরনো ঝগড়া রয়েছে। আর সেজন্যই তাকে খুন করে তিনি বদলা নিয়েছেন। কিছুদিন আগেও গাড়ি পার্কিং নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া হয়েছে। পরে অবশ্য স্থানীয়দের মধ্যস্থতায় তার মীমাংসাও হয়। রামকৃষ্ণনগর থানার ওসি জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাদের দু’জনের মধ্যে পুরনো বিবাদের বিষয়টিও পুলিশ মাথায় রেখেছে।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় এলাকায় সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকায় উদ্যমী প্রদ্যুতের যথেষ্ট নামডাক রয়েছে। ফলে তাঁর মৃত্যু কেউই সহজভাবে মেনে নিতে পারছেন না। বিপরীতে কালিগঞ্জ ডায়েটের অধ্যক্ষ হওয়ার সুবাদে প্রভাত নাথেরও যথেষ্ট পরিচিতি রয়েছে। কিন্তু হঠাৎ করে পাশের বাড়ির যুবককে গাড়ি দিয়ে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার বিষয়টি সবার মনেই সন্দেহের উদ্রেক ঘটিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker