Barak UpdatesAnalyticsBreaking News
২৩ জানুয়ারি পরাক্রম দিবসে শিলচরে পতাকা তুলবেন মন্ত্রী জয়ন্তমল্ল
ওয়ে টু বরাক, ২২ জানুয়ারি : ২৩ জানুয়ারি পরাক্রম দিবসে শিলচরে পতাকা উত্তোলনের মাধ্যমে এ সংক্রান্ত কার্যসূচির শুভারম্ভ করবেন মুখ্য অতিথি রাজ্যের পর্যটন মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। বিশেষ অতিথি রূপে থাকবেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা।
রাজ্য সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই প্রথম ২৩ জানুয়ারি সারা অসম জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিন পরাক্রম দিবস হিসেবে পালন করা হবে। এ উপলক্ষে শিলচরেও উদযাপন সমিতি গঠন করা হয়েছে। এর সভাপতি করা হয়েছে নীহার রঞ্জন পালকে এবং সম্পাদক হয়েছেন সন্দীপন দত্ত পুরকায়স্থ। এছাড়া এই উদযাপন সমিতিতে সদস্য হিসেবে রয়েছেন জয়দীপ চক্রবর্তী, উজ্জ্বলেন্দু দাস এবং রোহিত চন্দ।
এর পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে নেতাজি ও আজাদ হিন্দ বাহিনীর বিষয়ে চিত্রাঙ্কন এবং বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৩ তারিখ সকাল সাড়ে ১০টা থেকে স্থানীয় গুরুচরণ কলেজের প্রেক্ষাগৃহে এই প্রতিযোগিতা শুরু হবে। সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব।