NE UpdatesAnalyticsBreaking News
২০২৪’র বন্ধের তালিকা ! ১৪৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা
গুয়াহাটি, ১৭ অক্টোবর ঃ আগামী ২০২৪ সালের জন্য সরকারি বন্ধের দিন ধার্য করেছে আসাম সরকার। ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করে এ কথা উল্লেখ করেছেন রাজ্যের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। মন্ত্রী জানান, ২০২৪ সালের সরকারি বন্ধের দিন ধার্য করেছে আসাম সরকার। সে অনুযায়ী, আগামী বছর ৩৬টি সরকারি বন্ধ অর্থাৎ গেজেটেড হলিডে থাকবে। এছাড়া রয়েছে ৩০টি সীমিত বন্ধ অর্থাৎ রেস্ট্রিকটেড হলিডে, দুটি অর্ধদিবস ছুটি অর্থাৎ ২ দিন মিলে একদিন। এছাড়া আগামী বছর থাকবে ৫২টি রবিবার এবং ২৬টি দ্বিতীয় ও চতুর্থ শনিবার। সব মিলিয়ে আগামী বছর বন্ধের দিন হবে ১৪৫। অর্থাৎ ২০২৪ সালে সরকারি কর্মচারীদের জন্য বন্ধের দিন হবে প্রায় ৫ মাস। এই তালিকা মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে অনুমোদন জানানো হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া।
অন্যদিকে, এ দিনের ক্যাবিনেট বৈঠকে বসুন্ধরা-২’র মাধ্যমে রাজ্যের ১২৩টি খিলঞ্জিয়া পরিবারকে ভূমি প্রদানের জন্য অনুমোদন জানানো হয়েছে। এর পাশাপাশি নিম্ন আসামের ৫৫ হাজার ভূমিহীন পরিবারকে পাট্টা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাছাড়া নবগঠিত কেন্দ্রগুলোতে জলসিঞ্চন বিভাগ নতুন সার্কল, ডিভিশন ও সাব-ডিভিশন নির্মাণ করবে। ২৪ মেগাওয়াটের কার্বিলাংপি মিডল হাইড্রো প্রজেক্টের জন্য ৪১৭.৩২ কোটি টাকা ক্যাবিনেটে অনুমোদন জানানো হয়েছে।