Barak Updates
২০০০ মানুষকে পেটপুরে খাওয়ালো কেশব স্মারক সংস্কৃতি সুরভী ও ইসকন
১৭ মে: কেশব স্মারক সংস্কৃতি সুরভী ও শিলচর ইসকনের উদ্যোগে রংপুরের আঙ্গারজুরে ২০০০ মানুষকে মহাপ্রসাদ বিতরণ করা হল রবিবার। ডাল, ভাত সহ বিভিন্ন তরিতরকারি দিয়ে তৈরি হয় এই প্রসাদ। লকডাউনে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে সমস্যায় পড়া দুস্থদের পেটপুরে খাওয়ানটাই ছিল আসল উদ্দেশ্য। ইসকনের রিজিওনাল ডিরেক্টর নির্ভয় দাস মহারাজ জানান, শুধু শিলচর বা অসম নয়, গোটা বিশ্বে সেবা কাজ চালিয়ে যাচ্ছে কৃষ্ণ ভাবধারায় চালিত এই আন্তর্জাতিক স্তরের সংস্থা। করোনা মহামারির এই সময়ে সারা বিশ্বেই ইসকনের জীবসেবা চলছে বলেও স্পষ্ট করেন তিনি।
কেশব স্মারক সংস্কৃতি সুরভীর সভাপতি শুভ্রংশু শেখর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ড. অভিজিৎ নাথ সহ অন্যরা সক্রিয় ভূমিকায় ছিলেন এই কর্মসূচিকে সফল করে তুলতে। এ দিন, করোনা সতর্কতা সম্পর্কে আমজনতাকে সচেতন করতে এক সভাও আয়োজিত হয়। এতে ভাইরাস প্রতিরোধে সরকার প্রদত্ত নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেওয়া হয়। কীভাবে নিজেকে সুস্থ-সবল রাখা যায় এ নিয়েও উদ্যোক্তারা আলোচনা করেন। হরেকৃষ্ণ কীর্তনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।