Barak UpdatesAnalyticsBreaking News

১ মে বেলাভূমির প্রতিষ্ঠা দিবসে আসছেন চন্দ্রা

ওয়ে টু বরাক, ২৮ এপ্রিল ঃ বয়স্ক নাগরিকদের কল্যাণে নিয়োজিত সংস্থা ‘সেবা’ পরিচালিত সুকল্প ভট্টাচার্য মেমোরিয়াল ওল্ড এজ হোম বেলাভূমির ১৪তম প্রতিষ্ঠা দিবস আগামী ১ মে অনুষ্ঠিত হবে। করিমগঞ্জের সারদা পল্লিতে থাকা বেলাভূমিতে এ দিন সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হবে। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার সমাজ চিন্তক, গবেষক ও সঙ্গীতশিল্পী চন্দ্রা মুখোপাধ্যায় এবং শিলচরের প্রাবন্ধিক ও কলেজ শিক্ষক জয়দীপ বিশ্বাস। বেলাভূমি সূত্রে বলা হয়েছে, চন্দ্রা মুখোপাধ্যায় এই অনুষ্ঠানে গ্রাম বাংলার মায়েদের রচিত গান শোনাবেন। সেবার সম্পাদক অপর্ণা দেব জানিয়েছেন, বেলাভূমির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এ দিন আলোচনা সভা ও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। তিনি এতে সবার উপস্থিতি কামনা করেছেন।

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker