NE UpdatesAnalyticsBreaking News
১ বছরের মধ্যে গুয়াহাটিতে চলবে বৈদ্যুতিক বাস : হিমন্ত
২০ আগস্ট : খুব শীঘ্রই গুয়াহাটিতে পেট্রোল-ডিজেল চালিত বাস চলাচল বন্ধ হয়ে যাবে। বর্তমান সরকারের ১০০ দিন পূর্তিতে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, চলতি বছরের পর গুয়াহাটিতে পেট্রোল-ডিজেল বাস আর চালানো যাবে না। আগামী এক বছরের মধ্যেই এই প্রক্রিয়া পুরোপুরি কার্যকর হয়ে যাবে। হিমন্ত বলেছেন, আগামীতে গুয়াহাটির রাস্তায় বৈদ্যুতিক বাস বা সিএনজি পরিচালিত বাস চলতে দেখা যাবে। তিনি আরও বলেন, এতে গুয়াহাটির যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মোড় আসবে। বৈদ্যুতিক বাসগুলো চলবে এএসটিসির আওতাধীন।
মুখ্যমন্ত্রী জানান, আগামীতে ২০০টি ইলেকট্রিক বাস ও ১০০টি সিএনজি বাস ক্রয় করা হবে। মুখ্যমন্ত্রী জানান, সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে তা কার্যকরী করা হবে।