Barak UpdatesAnalyticsBreaking News
১৬ মার্চ থেকে বঙ্গভবনে রূপমের নাটক
ওয়ে টু বরাক, ১৩ ফেব্রুয়ারি ঃ রূপম আয়োজিত ৪৩তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা আগামী ১৬ মার্চ থেকে শুরু হচ্ছে। প্রতিদিন বিকেল তিনটে থেকে বঙ্গভবনে ২৩ মার্চ পর্যন্ত এই নাট্য উৎসব। নাটক প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশ নিচ্ছে। থাকবে আগরতলা ও কলকাতার নাট্যদলের প্রদর্শনী নাটকও।
১৬ মার্চ প্রথমদিন বিকেল ৫টা থেকে উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের অংশ হিসেবেই থাকবে গুণিজন সংবর্ধনা। এরপর বিশেষ অনুষ্ঠান হিসেবে শ্রীরামপুরের তপস্যা দলের পরিবেশনায় থাকবে একটি নৃত্যানুষ্ঠান। এরপরই শুরু হয়ে যাবে প্রতিযোগিতা। প্রথমদিন দুটো দল তাঁদের নাটক পরিবেশন করবে। এরপর ৫ দিন ধরে চলবে প্রতিযোগিতা। প্রতিদিন থাকবে ৬টি দলের নাটক। ২২ মার্চ দুটো প্রদর্শনী নাটক। প্রথমটি আগরতলা নাট্যভূমির পরিবেশনায় নাটক ‘মানিব্যাগ’। এর নাট্যকার ও পরিচালক সঞ্জয় কর। এ দিনের দ্বিতীয় নাটক ‘ঘুম ভাঙার গান’। পরিবেশন করবে কলকাতার ইউনিটি মালঞ্চ। এর নাট্যকার তীর্থঙ্কর চন্দ এবং পরিচালনা দেবাশিস সরকারের।
২৩ মার্চ অর্থাৎ শেষ দিনে সকাল ১০টা থেকে শুরু হবে নাট্য আলোচনা। এছাড়া বিকেল ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে অরুণিতা রায়চৌধুরী ও দেবাশিস রায়চৌধুরীর গল্প কথা ও পাঠাভিনয়। সবশেষে এ দিন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে। নাটক প্রতিযোগিতায় এ বছর বিচারক হিসেবে থাকবেন কলকাতার দুজন যথাক্রমে সুশান্ত চট্টোপাধ্যায় ও দেবাশিস রায়চৌধুরী এবং শিলচরের বিশ্বতোষ চৌধুরী।