Barak UpdatesAnalyticsBreaking News
১৪ মে থেকে শিলচরে ১০ দিনের বিশ্ব হিন্দু পরিষদের প্রশিক্ষণ বর্গ
ওয়ে টু বরাক, ১১ মে ঃ বিশ্ব হিন্দু পরিষদের ১০ দিনের প্রশিক্ষণ বর্গ আগামী ১৪ মে, রবিবার থেকে ২৪ মে, বুধবার পর্যন্ত শিলচরের এনআইটি সংলগ্ন পেট্রোল পাম্পের বিপরীতে থাকা মধুবন গেস্ট হাউসে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের প্রচার ও প্রসার প্রমুখ শমীন্দ্র পাল জানান, ১৪ মে সন্ধ্যা সাড়ে সাতটায় উদ্বোধনী অনুষ্ঠানে বৌদ্ধিক বক্তব্য রাখবেন বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্রীয় সংগঠন মন্ত্রী ডঃ দীনেশ কুমার তেওয়ারি। প্রধান অতিথির আসন অলংকৃত করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ। সূচনা পর্বের এই মহতী অনুষ্ঠানে সকল সনাতনী ভাই বোনদের উপস্থিতি কামনা করেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েক ও সম্পাদক স্বপন শুক্লবৈদ্য।
উল্লেখ্য, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, বরাক উপত্যকা এবং ডিমাহাসাও জেলা নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত গঠিত হয়েছে। এইসব জেলা থেকে পরিষদের কর্মকর্তারা এই পরিষদ বর্গে অংশ গ্রহণ করবেন।