Barak UpdatesAnalyticsBreaking News
১৪ জুলাই থেকে ফক-ইরার কর্মশালা, ১৬ জুলাই বঙ্গভবনে অনুষ্ঠান
ওয়ে টু বরাক, ১০ জুলাই ঃ ফক-ইরা আয়োজিত বাংলার মহাজনী গানের কর্মশালা আগামী ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে। তিন দিনের এই কর্মশালা ১৬ জুলাই পর্যন্ত চলবে শিলচর পার্ক রোডের সঙ্গীত বিদ্যালয়ে। ‘সহজ আলাপ’ শীর্ষক এই গানের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আসছেন কলকাতা থেকে বিশিষ্ট শিল্পী প্রেমাংশু দাস। কর্মাশালার অন্তিম দিন অর্থাৎ ১৬ জুলাই শিলচর বঙ্গভবনে বিকেল ৫টা থেকে অনুষ্ঠিত হবে লোকায়ত গানের অনুষ্ঠান। এতে ফক-ইরার শিল্পীদের নিজস্ব অনুষ্ঠান ছাড়াও থাকবে কলকাতার শিল্পী প্রেমাংশু দাসের অনুষ্ঠান।