India & World UpdatesBreaking News
১৪ জুন থেকে রাজ্যের সরকারি হাসপাতালে বিনামূল্যে ডায়ালেসিস : হিমন্ত
১২ জুন : আসামের সব কিডনি রোগীরা আগামী ১৪ জুন থেকে বিনামূল্যে ডায়ালেসিসের সুবিধা পাবেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে এ কথা ঘোষণা করেছেন। রাজ্য সরকারের চিকিৎসা বিষয়ক এই প্রকল্পটি পরিচালনা করবে অ্যাপোলো হাসপাতাল। রাজ্যের বিভিন্ন জেলার সরকারি হাসপাতাল এ ব্যাপারে যে চিকিৎসাকেন্দ্রগুলো গড়ে তোলা হবে, তাতে যন্ত্রপাতি ও কারিগরি সহযোগিতা করবে রাজ্য সরকার।
প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ডায়ালাইসিস প্রকল্পের সৌজন্যে জাতীয় স্বাস্থ্য অভিযানের অধীনে রাজ্য সরকারের সহযোগিতায় এই সেবা পাওয়া যাবে। একজন রোগীর চিকিৎসার জন্য যে ব্যয় হবে তার ৯০% কেন্দ্রীয় সরকার ও ১০% রাজ্য সরকার বহন করবে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে রোগীর আয় সম্পর্কিত কোনও সীমাবদ্ধতা থাকবে না।
হিমন্তবিশ্ব শর্মা বলেন, ধনী-গরিব, অটল অমৃত, আয়ুষ্মান ভারতের কার্ড থাকা বা না থাকা এক্ষেত্রে কোনও সমস্যা সৃষ্টি করবে না। ১৪ জুন নলবাড়ির শহীদ মুকুন্দ কাকতি সিভিল হাসপাতালে এই প্রকল্পটির উন্মোচন হবে। পরের সপ্তাহেই রাজ্যের মোট আটটি কেন্দ্রে প্রথম পর্যায়ে এই সেবা শুরু হবে। সূচি অনুযায়ী, ১৫ জুন দরঙ জেলার মঙ্গলদৈ সিভিল হাসপাতাল, ১৬ জুন শোনিতপুর জেলার কনকলতা সিভিল হাসপাতাল, ১৭ জুন তেজপুর মেডিক্যাল কলেজ, ১৮ জুন তিনসুকিয়া জেলার লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ সিভিল হাসপাতাল, ১৯ জুন মরিগাঁও সিভিল হাসপাতাল, ২০ জুন বরপেটা ফখরুদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ ও বঙ্গাইগাও জেলা হাসপাতালে চিকিৎসা শুরু হবে।
তিন মাসের মধ্যেই এই প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ে নগাঁও ভোগেশ্বরী ফুকনানি সিভিল হাসপাতাল, শিবসাগর সিভিল হাসপাতাল, উত্তর লখিমপুর সিভিল হাসপাতাল, ধেমাজি সিভিল হাসপাতাল, ডিফু সিভিল হাসপাতাল, ধুবড়ি ও গোয়ালপাড়া সিভিল হাসপাতাল এটি শুরু হবে। মন্ত্রী জানান, তৃতীয় পর্যায়ে যোরহাট মেডিক্যাল কলেজ, করিমগঞ্জ ও গোলাঘাট সিভিল হাসপাতালে এই ব্যবস্থা প্রবর্তন করা হবে। তিনি জানান, এক একটি কেন্দ্রে ৬টি ডায়ালেসিস মেশিন থাকবে। এর মধ্যে পাঁচটি সাধারণ রোগীর জন্য এবং একটি এইচআইভি আক্রান্ত রোগীর জন্য থাকবে। গুয়াহাটি ডিব্রুগড় ও শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রকল্পের আওতায় সেবা বর্তমানে শুরু হচ্ছে না। কারণ আগে থেকেই এই তিনটি মেডিক্যাল কলেজে ডায়ালেসিসের সুবিধা রয়েছে।