Barak UpdatesCultureBreaking News
১১-১২ জানুয়ারি গান্ধীভবনে পূবালীর অনুষ্ঠান
ওয়ে টু বরাক, ৯ জানুয়ারি : পূবালী সংস্থার ৫৩তম বর্ষবরণ অনুষ্ঠান আগামী ১১ ও ১২ জানুয়ারি অর্থাৎ শনি ও রবিবার স্থানীয় গান্ধীভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছাড়াও দুদিনের সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একটি হাসির রস মেশানো নাটক মঞ্চস্থ হবে।
এ বারের প্রতিযোগিতায় থাকছে বিভিন্ন গ্রুপের (শ্রেণি অনুযায়ী) বসে আঁকো, যেমন খুশি সাজো, আবৃত্তি, যোগাসন ও লোকনৃত্য। পূবালী সংস্থা দীর্ঘ ৫৩ বছর ধরে শিশু ও কিশোর কিশোরীদের নিজ নিজ প্রতিভা বিকাশের উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে।
সংস্থার পক্ষ থেকে অভিভাবক, শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি তাদের ছেলেমেয়েকে এই দুদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে কোনও কিছু জানার থাকলে সংস্থার পার্ক রোডের (টেনিস ক্লাবের উল্টোদিকে) কার্যালয়ে সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ৯টা পর্যন্ত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।