NE UpdatesSportsBreaking News
১০ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে সেজে উঠছে বর্ষাপাড়া স্টেডিয়াম
গুয়াহাটি, ৬ জানুয়ারি : গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আগামী ১০ জানুয়ারি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একদিনের সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শেষ করেছে আসাম ক্রিকেট সংস্থা। সংস্থার সভাপতি তরঙ্গ গগৈ সাংবাদিকদের জানান, টি ২০ সিরিজ শেষ হলেই আগামী ৮ জানুয়ারি গুয়াহাটিতে আসবে দুটি দল। তারা থাকবে হোটেল রেডিশন ব্লুতে। তবে টি ২০ দলে না থাকা কয়েকজন খেলোয়াড় ৭ জানুয়ারিই গুয়াহাটি এসে পৌছবেন।
গুয়াহাটি পৌছার পর ৯ জানুয়ারি দুটি দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশ নেবেন। এ দিন বিকেল ১টা থেকে ৪টা পর্যন্ত শ্রীলঙ্কা দল এবং সন্ধ্যা ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভারতীয় দল অনুশীলন করবে।
উল্লেখ্য, এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হওয়া ম্যাচটিতে কারিগরি ত্রুটির জন্য খেলা চলাকালীন লাইট হঠাত বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এ বার টেন্ডার দিয়ে পুরনো সব লাইট বদল করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে বলে জানান গগৈ।
অন্যদিকে, একদিনের ম্যাচের জন্য আসাম ক্রিকেট সংস্থার পক্ষ থেকে দুটি পার্কিঙের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। গগৈ ইঙ্গিত দেন, চলতি বছরের শেষে ভারতে হওয়া বিশ্বকাপ ক্রিকেটের একটি ম্যাচ গুয়াহাটিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিশ্বকাপের আগে স্টেডিয়ামের সব মেরামতির কাজ শেষ করে নেওয়া হবে। প্রসঙ্গত, ভারত-শ্রীলঙ্কার মধ্যে একদিনের এই ম্যাচের জন্য ১০ হাজার টিকিট ইতিমধ্যেই বিক্রি করা হয়েছে। বুক মাই শো অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রির পাশাপাশি দর্শকদের সুবিধার্থে অফ লাইনেও টিকিট বিক্রি শুরু হয়েছে।