NE UpdatesAnalyticsBreaking News
১০০০ কোটির প্রকল্প, যুবাদের ৫০ হাজার করে দেবে রাজ্য
৪ সেপ্টেম্বর : যুবকদের আত্মনির্ভর করে তুলতে আগামী ৩ মাসে রাজ্য সরকার ১০০০ কোটি টাকা খরচ করবে। শুক্রবার দিসপুর জনতা ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থ মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। সংশোধিত বা পুনরুজ্জীবিত স্বয়ম অর্থাৎ স্বামী বিবেকানন্দ যুব এমপাওয়ারমেন্ট যোজনার আওতায় এই অর্থ রাজ্যের ২ লক্ষ যুবককে দেওয়া হবে। এ দিন মন্ত্রী বলেন, ব্যাংকের ওপর নির্ভর না করে রাজ্য সরকার ধীরে ধীরে অর্থ মঞ্জুর করবে। এর মাধ্যমে ২ লক্ষ যুবক-যুবতীকে ৫০ হাজার টাকা করে ‘সাবসিডি সিপ ক্যাপিটাল’ দেওয়া হবে। এই অর্থ তাদের সরকারকে ফিরিয়ে দিতে হবে না। প্রতি বছরই এই প্রকল্পের মাধ্যমে নতুন নতুন ছেলেমেয়েরা উপকৃত হবেন।
মন্ত্রী আরও বলেন, ১ সেপ্টেম্বরের আগে আত্মসহায়ক গোষ্ঠী বা ‘জয়েন্ট ক্লাইভ্যালিটি গ্রুপে’ বা অন্য ধরনের প্রচেষ্টা শুরু করা যুবকদের এই অর্থ দেওয়া হবে। ১০ জনের গ্রুপ হলে ৫ লক্ষ, ২০ জনের গ্রুপ হলে ১০ লক্ষ এবং ৫ জনের গ্রুপ হলে আড়াই লক্ষ টাকা পাবেন। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির ভাগে ৫০ হাজার করে টাকা থাকবে। মন্ত্রী জানান, ১৬ সেপ্টেম্বর থেকে অর্থ বিভাগ একটি পোর্টাল শুরু করবে। এই পোর্টালে বিভিন্ন গ্রুপ আবেদন করতে পারবে। তবে এই গ্রুপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। যারা এই আবেদন পূরণ করবেন, তাদের আবেদন সংশ্লিষ্ট জেলায় পাঠিয়ে দেওয়া হবে।
অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব জেলা পর্যায়ের এই কমিটির সদস্য হতে পারবেন না। আবেদন পূরণ করার পর শনাক্ত হওয়া গ্রুপগুলোকে ৩ দিনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর রাজ্য সরকারের যে কোনও বিভাগে যুবকরা একটি ব্যবসার প্রকল্প দাখিল করবেন। প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্টে অর্থ জমা হবে। এই যুবকদের ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। আর বয়সের সীমা হবে ৪০ বছর। এছাড়া হিতাধিকারী যুবক-যুবতীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলতি বছরের ১ সেপ্টেম্বরে এক বছর পূর্ণ হতে হবে বলে জানান মন্ত্রী।