Barak Updates
ভুবন তীর্থে ভক্তদের ঢল
Devotees gather in large number at Bhuban Hills

৪ মার্চ : শিব চতুর্দশী উপলক্ষে এ বারও ভক্তদের ঢল নামল ভুবন তীর্থে। রবিবার থেকে ভুবন পাহাড় অভিমুখে ভক্তদের যাত্রা শুরু হলেও সোমবার সকালে ভিড় বেড়ে যায়। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষকে ভুবন পাহাড়ে চড়তে দেখা যায়।
তার ওপর এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় গোটা এলাকা জুড়ে এক উৎসবের চেহারা নেয়। জনগণ ভগবান শিবের নামে ধ্বনি দিতে দিতে পাহাড়ে চড়তে থাকেন।
গোটা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক ও পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করে। এলাকায় পুলিশ পুণ্যার্থীদের তল্লাশিও চালায়। হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের মতিনগর এলাকা ও ভুবন পাহাড়ের বিভিন্ন স্থানে পুণ্যার্থীদের সহযোগিতায় তৎপর থাকতে দেখা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।