NE UpdatesAnalyticsBreaking News
হাফিজ রশিদের নেতৃত্বে পঞ্চায়েতের সীমা নির্ধারণ কমিটি প্রদেশ কংগ্রেসের
গুয়াহাটি, ৫ জুলাই : আগামী নভেম্বর মাসে রাজ্যে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস। ইতিমধ্যে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পঞ্চায়েত নির্বাচনের আগে পঞ্চায়েতের সীমা নির্ধারণ করা হবে। এ নিয়ে প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।
পঞ্চায়েতের সীমা নির্ধারণ প্রক্রিয়া দেখভাল করার জন্য কংগ্রেস পঞ্চায়েত সীমা নির্ধারণ কমিটিও গঠন করেছে। এজন্য পাঁচজনের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বর্ষীয়ান আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে। আহ্বায়ক হিসেবে রয়েছেন উৎপল দোলে। কমিটির অন্য সদস্যরা হলেন মীনা তেলি, পদ্মাবতী দাস ও এফএইচ লস্কর।
এই কমিটি পঞ্চায়েতের সীমা নির্ধারণ প্রক্রিয়া দেখাশোনা করার পাশাপাশি পুরো প্রক্রিয়ার ওপর তীক্ষ্ণ নজর রাখবে। এমনকি এই কমিটি সরকারের সঙ্গে যোগাযোগ করে যেকোনও প্রশ্নের জবাব চাইবে। নিয়মের বাইরে কিছু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্পষ্টীকরণ চাইবে এই কমিটি। তাছাড়া এই কমিটি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর নিয়মিতভাবে প্রদেশ কংগ্রেসকে পরামর্শ দিয়ে যাবে।
উল্লেখ্য, নভেম্বরে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের জন্য পঞ্চায়েত ও ব্লকের সীমা পুনর্নির্ধারণের বিষয়ে সম্প্রতি রাজ্য ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইতিমধ্যে রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে। জানা গেছে, আগামী ৩০ আগস্টের মধ্যে পঞ্চায়েত এবং ১৫ সেপ্টেম্বরের মধ্যে ব্লকের সীমা নির্ধারণের কাজ সম্পূর্ণ করা হবে।