Barak UpdatesBreaking News
হাতিখিরা বাগানের কাজ শুরু নয় মাস পর
16 জুলাইঃ নয়মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার করিমগঞ্জ জেলার হাতিখিরা বাগানের কাজকর্ম শুরু হয়েছে। উদ্বোধন হয়েছে বাগানের নবনির্মিত কম্যুনিটি হলের। উদ্বোধন করেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। উপস্থিত ছিলেন জেলাশাসক আনবুমাথান এমপি এবং প্রাক্তন সংসদীয় সচিব মণিলাল গোয়ালাও।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষ্ণেন্দুবাবু চা শিল্পের বেঁচে থাকার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বরাকে এই সময়ে কোনও শিল্পকারখানা নেই। ফলে চা শিল্প বাঁচলেই বরাক উপত্যকা প্রকৃত অর্থে বেঁচে থাকবে। নতুন মালিকের সঙ্গে সহযোগিতার জন্য তিনি শ্রমিকদের পরামর্শ দেন। বলেন, সবাইকে মন দিয়ে কাজ করতে হবে। সঙ্গে আশ্বস্ত করেন, এনআরইজিএসের মাধ্যমে তিনি হাতিখিরা জিপি-কে আদর্শ জিপি হিসাবে গড়ে তুলবেন। এনআরইজিএসের কাজে কোনও দলাদলি হবে না। সবাই যাতে কাজ পান, তিনি এর ব্যবস্থা করবেন বলেও সভায় আশ্বাস দেন।
হাতিখিরা বাগানের অধীনে চারটি ডিভিশন রয়েছে। এ দিন সবকটি ডিভিশনের শ্রমিকরাই উপস্থিত ছিলেন।