Barak UpdatesBreaking News

নির্বিঘ্নে সারল বারো ঘন্টার বনধ, নিজাম সহ ধৃত শতাধিক
12-hour Barak bandh largely successful, many arrested

২২ নভেম্বর: ১২ ঘন্টার বরাক বনধে ভালো সাড়া মিলেছে। দোকান হাট, অফিস আদালত সবই বন্ধ ছিল। চলেনি গাড়ি-রিকশা। কাছাড় কাগজ কলের সামনে রাস্তায় যানবাহন আটকাতে গিয়ে গ্রেফতার হন স্থানীয় এআইইউডিএফ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। ট্রেন আটকাতে গিয়েও বিভিন্ন স্টেশনে গ্রেফতার হন পিকেটাররা। তবে প্রায় যাত্রীহীন ট্রেন এগিয়ে গিয়েছে গন্তব্যের দিকে।

শিলচরে অফিস পাড়ায় দফায় দফায় গ্রেফতার বরণ করেন আন্দোলনকারীরা। বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দল সমর্থন করলেও এদিন কংগ্রেসকে সেভাবে মাঠে দেখা যায়নি। সিপিএম, এসইউসিআই নেতারা পিকেটিংয়ে ছিলেন। ধৃতদের বিকালে ছেড়ে দেয় পুলিশ। কোথাও বন্ধ ঘিরে অপ্রীতিকর ঘটনার খবর নেই। করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়ও মানুষ স্বতঃস্ফূর্তভাবে বনধে সাড়া দিয়েছেন।

November 22: The 12-hour Barak Bandh convened by HPC Paper Mills Revival Action Committee on Thursday got good response. Government and private offices, shops and markets, schools and colleges-all remained closed. Local AIUDF MLA Nijamuddin Choudhury was arrested while he was pocketing in front of the Cachar Paper Mill at Panchgram. Many picketers were also arrested from various stations when they attempted to stop the trains. The trains proceeded towards its destination but almost devoid of any passengers.

At Silchar too, picketers were arrested from near the office of the Deputy Commissioner. Except BJP, other political parties supported this bandh. However, though Congress too was in support of this bandh but very less picketers of the party could be seen in the streets. Leaders of CPM and SUCI came out in large numbers. Those arrested were released by the police in the evening. During the bandh, there was no information of any untoward incident in the district. In Karimganj and Hailakandi too, people supported the bandh spontaneously.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker