Barak UpdatesBreaking News

স্বচ্ছতা র‍্যালি ও সাফাইয়ে গান্ধী স্মরণ শিলচরে
Gandhi paid homage by organising Swachhata rally & cleanliness drive

২ অক্টোবর : উৎসবমুখর পরিবেশে সারা দেশের সঙ্গে আজ শিলচরেও শুরু হলো জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠান। সেই সঙ্গে গান্ধীজীর স্বচ্ছতা অভিযানের স্বপ্নকে সামনে রেখে গত ১৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হওয়া স্বচ্ছতাই সেবা প্রকল্পের আওতায় সাফাই কর্মসূচি চূড়ান্ত রূপ পেলো শহর শিলচরেও।

Pic Credit:Eagle

শিলচর পুরসভার উদ্যোগে এই স্বচ্ছতা র‍্যালি বের হয় আজ সকাল সাড়ে সাতটা নাগাদ। ডিএসএ-র সামনে থেকে ক্লাব রোড, ডিসি অফিস, জানিগঞ্জ হয়ে এই মিছিল ফাটক বাজারে গিয়ে শেষ হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী-আধিকারিক ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্র, সংস্থা ও সংগঠনের সদস্য -সদস্যরা এই র‍্যালিতে অংশ নেন।

Pic Credit:Eagle

মিছিলের পুরোভাগে ছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, জেলাশাসক ডাঃ এস লক্ষণন, পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর, অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ রেড্ডি সহ বিভিন্ন সরকারি আধিকারিক এবং বহু সংগঠনের পদাধিকারীরা। ফাটক বাজারে মিছিল পৌছার পর সবার অংশগ্রহণে জোরদারভাবে সাফাই অভিযান শুরু হয়। নোংরা আবর্জনা সাফাইয়ে হাত লাগান সবাই।

এর আগে এ দিন সকালে মহাত্মা গান্ধীর প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিনভর অনুষ্ঠানের সূচনা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলাশাসক স্বচ্ছতাই সেবা প্রকল্পের আওতায় গ্রহণ করা বিভিন্ন কর্মসূচির একটি রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, আজ সকালে ফাটকবাজার থেকেই এই সাফাই কর্মসূচি শুরু হয়েছে। এতে জেলাশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, শিলচর পুরসভা, জনস্বাস্থ্য, কারিগরি বিভাগ ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠান এবং জেলা ক্রীড়া সংস্থা, আর্ট অব লিভিং সহ একাধিক সংস্থার সদস্য শামিল হয়েছেন।

Pic Credit:Eagle

তিনি আরও বলেন, সকালের এই কর্মসূচির পরে বিভিন্ন স্কুল-কলেজে গান্ধীজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তাছাড়া প্রতিটি গ্রাম পঞ্চায়েতে জিপিডিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান-এর ওপর বিস্তৃত আলোচনা হবে। এর পাশাপাশি বিকেলে গুরুচরণ কলেজের অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে পরিচ্ছন্ন গ্রাম,পরিচ্ছন্ন স্কুল, পরিচ্ছন্ন শহর ইত্যাদি পুরস্কার দেওয়া হবে।

জেলাশাসক আরও বলেন, বেস লাইন সার্ভের পর কাছাড় জেলায় যে ১ লক্ষ ৩০ হাজারের বেশি কাঁচা লেট্রিন পাওয়া গিয়েছিল, সেগুলো পাকা ও স্বাস্থ্যসম্মত করে তোলার করার কাজ সম্পন্ন হয়েছে। ফলে উন্মুক্ত স্থানে মলত্যাগ মুক্ত জেলা হিসেবে কাছাড়কে ঘোষণা করা হবে। তিনি এই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker