Barak UpdatesBreaking News

PG Exam of Assam University postponed, TDC to continue as usual
স্নাতকোত্তর পিছিয়েছে, স্নাতক স্তরের পরীক্ষা চলবে যথারীতি

১৭ ডিসেম্বরঃ আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। ১৮ থেকে ২৪ ডিসেম্বর যে সব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলি নির্ধারিত তারিখে হবে না বলে পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দত্তরায় জানিয়েছেন।

বিজ্ঞপ্তি প্রকাশ করে তিনি জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনার আর্জি জানিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। ওই প্রেক্ষিতেই তারা ২৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই কারণে বিশ্ববিদ্যালয়ের ইন্টিগ্রেটেড কোর্সে বা বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সে যে সব স্নাতক কোর্স চালু রয়েছে, ওই সময়ে সেগুলিরও পরীক্ষা নেওয়া হবে না। কলেজছাত্রদের যে স্নাতক কোর্সের পরীক্ষা চলছে, তা যথারীতি রুটিন মেনে চলবে বলেই পরীক্ষা নিয়ন্ত্রক ড. দত্তরায় জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker