Barak UpdatesAnalyticsBreaking News
সোমবার বরাক সফরে আসছেন রাজ্যপাল, যাবেন মেডিক্যাল-এনআইটিতেও
গুয়াহাটি, ২১ মার্চ ঃ তিন দিনের সফরসূচি নিয়ে আগামীকাল অর্থাৎ ২২ মে বরাক উপত্যকা সফরে আসছেন রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া। আসামের রাজ্যপাল হওয়ার পর এটিই তাঁর প্রথম বরাক উপত্যকা সফর। সূচি অনুযায়ী রাজ্যপাল কাল বিমানযোগে শিলচর পৌছে দুপুর ১২টায় জেলাশাসকের কার্যালয়ে জেলাশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সুরক্ষা বাহিনীর প্রধান ও অন্য বিভাগীয় আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। এরপর বিকেল সোয়া তিনটে নাগাদ তিনি এন আইটিতে যাবেন। সেখানে তিনি সঞ্চালক, শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করবেন।
রাজ্যপাল এ দিন বিকেল ৪টায় যাবেন আসাম বিশ্ববিদ্যালয়ে। সেখানেও একইভাবে শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি। এরপর সেখান থেকে সড়কপথে করিমগঞ্জ গিয়ে রাত কাটাবেন তিনি। পরদিন অর্থাৎ ২৩ মে সকাল সাড়ে ৯টায় রাজ্যপাল করিমগঞ্জের জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে এক বৈঠকে তিনি যোগ দেবেন। এরপর তাঁর ইন্দো-বাংলা সীমান্ত এলাকায় গিয়ে মালেগড়, লাতু পরিদর্শন করার কথা রয়েছ তাঁর।
করিমগঞ্জ থেকে একইভাবে সড়কপথে কাটারিয়া চলে যাবেন হাইলাকান্দি। সেখানে এ দিন বিকেল ৫টায় জেলার শীর্ষ কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সেখানে রাত কাটিয়ে পরদিন সকালে রাজ্যপাল সড়কপথে শিলচর পৌছে যাবেন মেডিক্যাল কলেজে। মেডিক্যাল কলেজ পরিদর্শনের পর তিনি কুম্ভীরগ্রাম বিমানবন্দর হয়ে ফিরে যাবেন গুয়াহাটিতে।