Culture

সোমবার থেকে বঙ্গভবনে আবৃত্তি কর্মশালা
Recitation workshop at Bhanga Bhawan from Monday

আবৃত্তির কর্মশালা করছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। তিনদিনের কর্মশালা শুরু হবে আগামী ২৭ আগস্ট। প্রশিক্ষক হিসেবে ঢাকা থেকে আসছেন মুহাম্মদ গোলাম সারোয়ার। তিনদিনের পৃথক পাঠক্রমও নির্ধারিত হয়েছে। ২৭ আগস্ট শেখানো হবে আবৃত্তি নির্মাণ, ভাব-রস এবং কবিতার শিল্প-রস অন্বেষণ। ২৮ তারিখের পাঠক্রম আবৃত্তি ও অভিনয় উপযোগী স্বর প্রক্ষেপণ, স্বর চর্চা, বাক জড়তা দূরীকরণ এবং বাকপ্রত্যঙ্গের ব্যায়াম। সফল বাচিক প্রয়োগে বাংলা প্রমিত উচ্চারণ তৃতীয় দিনের পাঠ্যসূচি। প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে ৪ ঘণ্টা চলবে এই প্রশিক্ষণ। ৩০ আগস্ট প্রশিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষকের অনুষ্ঠান পরিবেশিত হবে।

আজ বঙ্গভবনে সাংবাদিক সম্মেলন করে বঙ্গ সাহিত্যের জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী, সাহিত্য সম্পাদক সব্যসাচী পুরকায়স্থ জানান, দশম শ্রেণির পড়ুয়া বা তদূর্ধ্বরা প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারেন। যে কোনও দিন বেলা ১২টা থেকে ৪টার মধ্যে আবেদন পত্র সংগ্রহ ও জমা করা যাবে।

সংগঠনের শিলচর শহর আঞ্চলিক সমিতির সহ সভাপতি অমিত সিকিদার বলেন, বাংলাদেশে যে ব্যাপক আবৃত্তি চর্চা হয়, তা কল্পনা করা যায় না। তাই প্রশিক্ষণের জন্য সে দেশের প্রতিষ্ঠিত আবৃত্তিকার ও উচ্চারণ প্রশিক্ষককে আনার জন্য বঙ্গ সাহিত্য উতসাহী হয়ে ওঠে। এই প্রশিক্ষণে শুধু আবৃত্তিই নয়, গান-নাটকের শিল্পীরাও উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সাংবাদিক সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য, সহ সভাপতি বিভাসরঞ্জন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্তও উপস্থিত ছিলেন।

Barak Upottaka Banga Sahitto Sammelan is going to organize a Recitation Workshop at Banga Bhawan. The 3 day workshop will start from 27 August. The Resource person of this Recitation Workshop will be Mohammad Golam Saroyar from Dhaka. A detailed programme has been chalked out in this regard. The workshop has been scheduled from 4 PM to 8 PM. on all the three days. On 30 August, there will be a performance by the trainees along with the Resource Person.

In a Press Meet held at Banga Bhawan on Tuesday, Taimur Raja Choudhury, President of Cachar District Banga Sahitto and its Literary Secretary Sabyasachi Purkaystha said that students from Class X onwards can participate in this workshop. Interested participants can collect the form and submit the same on any day from 12 noon till 4 PM.

Amit Sikidar, Assistant Secretary of Silchar Town Committee of Banga Sahitto said that, “The culture of recitation is so rich in Bangladesh that it is beyond our grasp even to imagine its intensity.” He is hopeful that not only artists from various genres will be benefitted by attending this workshop.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker