Barak UpdatesAnalyticsBreaking News
সোমবার থেকে তারাপুর শিববাড়ি রোডে চলতে পারে ছোট গাড়ি, ইঙ্গিত দীপায়নের
ওয়ে টু বরাক, ২ জুন : শিলচর তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনে সোমবার থেকে ছোটগাড়ি চলাচলের সম্ভাবনা রয়েছে। রবিবার রাতে সিঙ্কিং জোনের কাজ পরিদর্শন করে এই ইঙ্গিত দিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এ দিন ফেসবুক পোস্ট করে দীপায়ন বলেন, তারাপুর শিববাড়ি রোডের সংস্কার কাজ পরিদর্শন করেছি। আশা করছি, আগামীকাল থেকে তিন ও চার চাকার গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে।
উল্লেখ্য, দুদিন আগে বরাক নদীর জলস্ফীতির জন্য শিববাড়ি রোডের এই অংশটি মারাত্মক ঝুঁকির মধ্যে ছিল। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে রাস্তার এই সিঙ্কিং জোন দিয়ে প্রথমে বড় গাড়ি ও পরে তিন-চার চাকার গাড়ির চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ নদীর জল চুইয়ে ভেতরে ঢুকতে থাকায় উপরের মাটি ক্রমশ বসে যাচ্ছিল।
এই কঠিন পরিস্থিতিতেই সড়কটি পরিদর্শনে আসেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা। সে সময় তিনি বলে যান, পূর্ত বিভাগের সঙ্গে আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী সমাধানের পথ খুঁজে নেওয়া হবে। চিপ পাইলিং করে সমাধানের কথাও বলেছেন মন্ত্রী।