India & World UpdatesAnalytics
সোমবার থেকেই খুলে যাচ্ছে লালকেল্লা-তাজমহল
৩ জুলাই : করোনা ভয় কাটিয়ে কড়া সুরক্ষার মধ্যেই দেশে খুলে দেওয়া হচ্ছে জাতীয় স্মৃতিসৌধগুলিও। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক ৬ জুলাই অর্থাৎ সোমবার থেকে লালকেল্লা ও তাজমহল সহ দেশের সব স্মৃতিসৌধ খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে সৌধগুলি খোলা হলেও থাকছে করোনা সম্পর্কিত উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা। করোনার জেরে ১৬ মার্চ থেকে দেশের সব স্মৃতিসৌধগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এরপর দীর্ঘ প্রায় তিন মাসেরও বেশি সময় পরে খুলতে চলেছে সৌধগুলি। তবে আনলক ১.০-এও বেশ কয়েকটি স্মৃতিসৌধ খোলা হয়েছিল।
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল টুইট করে জানিয়েছেন, ৬ জুলাই থেকে দেশের সব স্মৃতিসৌধ খুলে দেওয়া হচ্ছে। তবে করোনার পরিস্থিতি বিচার করে রাজ্য সরকার এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, করোনার ব্যাপক সংক্রমণ এই মুহূর্তে প্রত্যক্ষ করছেন দেশবাসী। গত ২৪ ঘণ্টায় দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন ২০ হাজার ৯০৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৯ জনের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ২৫ হাজার ৫৪৪।